IPL 2023

আক্ষেপ সরিয়ে রবিবার ফের ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখছেন হার্দিক

চেন্নাইয়ের কাছে হারের পর একাধিক কারণ চিহ্নিত করেছেন হার্দিক। যদিও তিনি দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ০০:০১
Share:

চেন্নাইয়ের কাছে হারলেও আইপিএল ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী হার্দিক। ছবি: আইপিএল।

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে হেরে গেল লিগ পর্বের সফলতম দল গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য মেনে নিলেন বেশ কিছু ভুল করেছেন তাঁরা। জানিয়ে দিলেন দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রতিপক্ষ হিসাবে চান দাদা ক্রুণাল পাণ্ড্যকে।

Advertisement

লিগ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার পরই দলের বোলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন হার্দিক। মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধেও সেই বোলিংয়ের ভুলের খেসারত দিতে হল তাঁদের। ম্যাচের পর খামতি মেনে নিলেন হার্দিক। তিনি বলেছেন, ‘‘আমরা মোটামুটি ঠিক জায়গাতেই বল রেখেছি। তবে কিছু সাধারণ ভুল হয়েছে। ম্যাচটা ১৫ রানে হারলেও আমাদের অনেক কিছুই ঠিকঠাক হয়েছে।’’ তা হলে কেন হারতে হল? হার্দিক বলেছেন, ‘‘কয়েকটা আলগা বল করেছি আমরা। সেই সুযোগে চেন্নাই কিছু রান করেছে। কয়েকটা খারাপ বলে ১৬ রানের মতো বাড়তি দিয়ে ফেলেছি আমরা। তবে এটা নিয়ে বেশি ভাবতে চাইছি না। ফাইনালে যাওয়ার আরও একটা সুযোগ আমরা পাব।’’

ধোনির নেতৃত্ব কি ১৭২ রানটাই ১৯০ রান করে দিয়েছিল? হার্দিক বলেছেন, ‘‘এটাই ক্রিকেটের সৌন্দর্য্য। আমরা অন্তত ১৫ রান বাড়তি দিয়েছি। দ্রুত কিছু উইকেট হারিয়েছি। আশা করছি দু’দিন পর আমাদের আবার সেরা ছন্দে দেখতে পাবেন।’’

Advertisement

বুধবারের এলিমিনেটর ম্যাচ কি দেখবেন পরের ম্যাচের প্রতিপক্ষকে মেপে নেওয়ার জন্য? হার্দিক বলেছেন, ‘‘অবশ্যই। কাল আমার দাদা খেলবে। আশা করছি ওর সঙ্গে আহমেদাবাদে দেখা হবে পরের ম্যাচে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement