IPL 2024

কোহলির স্বপ্নের দলে জায়গা হল না ধোনির! কার উপর আস্থা রাখলেন বিরাট

বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের আগের দিন কোহলিকে তাঁর স্বপ্নের দল বাছতে বলা হয়েছিল। যে দল হবে পাঁচ জন ক্রিকেটারকে নিয়ে। উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে সেই দলে ধোনিকে রাখেননি কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১২:৫১
Share:

(বাঁদিকে) বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

আইপিএলের বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস ম্যাচের আগের দিনই মহেন্দ্র সিংহ ধোনিকে মুছে ফেলতে চাইলেন বিরাট কোহলি। তাঁর স্বপ্নের দলে জায়গা দিলেন না ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ককে। উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে বেছে নিলেন অন্য এক জনকে।

Advertisement

ধোনির সঙ্গে কোহলির সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। ভারতীয় দলের নেতৃত্ব ধোনির কাছ থেকেই পেয়েছিলেন কোহলি। অথচ সেই ধোনিকেই নিজের স্বপ্নের দলে জায়গা দিলেন না! বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের আগের দিন এক সাক্ষাৎকারে কোহলিকে পাঁচ জনের স্বপ্নের দল বাছতে দেওয়া হয়েছিল। যে দল ক্রিকেট খেলবে রাস্তায়। যেমন ভারতের সর্বত্র শহর-গ্রামের ছেলে-মেয়েরা খেলে থাকে।

কোহলি নিজেকে দলে রেখেছেন। এক মাত্র জোরে বোলার হিসাবে নিয়েছেন যশপ্রীত বুমরাকে। সেই বুমরা, যাঁকে বেঙ্গালুরুর অধিনায়ক থাকার সময় দলেই নিতে চাননি কোহলি। দু’জন অলরাউন্ডারকে রেখেছেন কোহলি। এক জন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। দ্বিতীয় জন গুজরাত টাইটান্সের রশিদ খান। উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে কোহলি বেছে নিয়েছেন নিজের ঘনিষ্ঠ বন্ধু এবি ডিভিলিয়ার্সকে। স্বপ্নের দল নিয়ে কোহলির বক্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

টানা ছ’ম্যাচ জিতে শনিবার আইপিএলের প্লে-অফে পৌঁছেছে কোহলির বেঙ্গালুরু। কার্যত নকআউটে পরিণত হওয়া লিগ ম্যাচে ধোনির চেন্নাইকে হারিয়েছে তারা। পয়েন্ট সমান হলেও নেট রান রেটের নিরিখে আইপিএল থেকে ছিটকে গিয়েছে গত বারের চ্যাম্পিয়নেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement