বিরাট কোহলি বার বার বলেছেন, তাঁর জীবনে ইতিবাচক থাকার নেপথ্যে অনুষ্কা শর্মার বড় ভূমিকা রয়েছে। —ফাইল চিত্র
গৌতম গম্ভীরের সঙ্গে বিবাদের কথা কি ভুলে গিয়েছেন বিরাট কোহলি? ভিন্ন মেজাজ দেখা গেল বিরাটের। নিজের শহরে ফিরে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন বিরাট।
সমাজমাধ্যমে অনুষ্কার সঙ্গে একটি ছবি দিয়েছেন বিরাট। দেখা যাচ্ছে, হাসি মুখে গাড়িতে বসে রয়েছেন তাঁরা। ক্যাপশনে বিরাট লিখেছেন যে, অনুষ্কার সঙ্গে দিল্লি ঘুরতে বেরিয়েছেন তিনি।
সোমবার থেকে আইপিএলে শিরোনামে গম্ভীর-কোহলি বিতর্ক। লখনউ-বেঙ্গালুরু ম্যাচ চলাকালীনই আফগান পেসার নবীন উল হকের সঙ্গে বিবাদ শুরু হয় কোহলির। লখনউয়ের ইনিংসের শেষ দিকে বিরাটের সঙ্গে কথা-কাটাকাটি হয় আফগান বোলারের। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসতে হয় আম্পায়ারদের। সেই বিবাদ ম্যাচের পরেও চলতে থাকে। নবীন আউট হওয়ার সময় উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা ভাল ভাবে নেননি নবীন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার। পাল্টা কিছু বলেন কোহলিও। তার পরেই সেখানে আসেন গম্ভীর। তিনি কোহলিকে কিছু একটা বলেন। তার পরেই বিবাদ বেড়ে যায়।
পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে সেখানে এসে উপস্থিত হন দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কোহলি ও গম্ভীর দু’জনেই দিল্লির। লখনউয়ের স্পিনার অমিত মিশ্র ও সহকারী কোচ বিজয় দাহিয়াও দিল্লির হয়ে খেলেছেন। সেই কারণে তাঁরা কোহলি, গম্ভীরকে ভাল ভাবে চেনেন। তাঁরাই বেশি উদ্যোগী হয়ে দু’জনকে আলাদা করেন। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলও ছিলেন সেখানে। কোহলিকে সরিয়ে নিয়ে যান আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।
গম্ভীর-কোহলি বিবাদ নিয়ে প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই মুখ খুলেছেন। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, দরকার পড়লে দু’জনের সঙ্গে কথা বলতে রাজি তিনি। সুনীল গাওস্কর আবার জানিয়েছেন, জরিমানা করলে হবে না। মাঠে এই ধরনের অপরাধ করলে ক্রিকেটারদের নির্বাসনের শাস্তির দাবি করেছেন তিনি।