শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ। টস করতে এসে এ বার এক পাক ঘুরলেন শ্রেয়স আয়ার। তাতেও টস জিততে পারলেন না। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের।
এ বারের আইপিএলে বার বার টস হেরেছেন শ্রেয়স। বিভিন্ন সময় তাঁকে বিভিন্ন কায়দায় টস করতেও দেখা গিয়েছিল। ফাইনালে তিনি টসের কয়েন উপরে তোলার সময় নিজেই এক পাক ঘুরে যান। তাতেও ভাগ্য বদলায়নি। টস হেরেই যান শ্রেয়স।
ফাইনালে কলকাতা দলে কোনও বদল নেই। প্রথম কোয়ালিফায়ারে যে দল খেলেছিল, তাঁদের রেখেই প্রথম একাদশ গড়ল কলকাতা। ফিল সল্ট নেই। তিনি দেশে ফিরে গিয়েছে। সেই জায়গায় খেলছেন রহমানুল্লা গুরবাজ়। সুনীল নারাইনের সঙ্গে তিনি ওপেন করবেন। বেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, মিচেল স্টার্ক, বৈভব আরোরা, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে প্রথম একাদশে রাখা হয়েছে। ব্যাট করার সময় নীতীশ রানাকে খেলানো হতে পারে।
টসের সময় শ্রেয়স বলেন, “টস জিতলে আমরা বল করতাম। পিচ কেমন ব্যবহার করছে সেটা বুঝে নিতে পারব। লাল মাটির পিচে খেলা হচ্ছে। এই ধরনের পিচেই আমরা শেষ ম্যাচ খেলেছিলাম। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। সকলে দায়িত্ব নিয়ে খেলছে। এটা বড় ম্যাচ। দলে অনেক জন রয়েছে, যারা প্রথম বার ফাইনাল খেলছে। জয়ের সুযোগ রয়েছে আমাদের।”