IPL 2024 Final

আইপিএল ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে কোন পথে জিতল কলকাতা?

কলকাতা ফাইনালে উঠে গিয়েছিল গত মঙ্গলবার। রবিবার তাদের প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ। অতীতে তিন বার ফাইনালে উঠে দু’বার ট্রফি জিতেছে তারা। তৃতীয় ট্রফিও চলে এল রবিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৯:০১
Share:

কেকেআরের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: আইপিএল

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২২:২৬ key status

ট্রফি জিতল কেকেআর

একপেশে ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে দিল কেকেআর।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২২:১৮ key status

আউট গুরবাজ়

শাহবাজ়ের বলে এলবিডব্লিউ হলেন গুরবাজ়‌ (৩৯)।

Advertisement
শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২২:১২ key status

জয় এখন সময়ের অপেক্ষা

৭৩ বলে ২৫ চাই কেকেআরের।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২১:৪৪ key status

৩ ওভারে ৩৭ রান

ঝোড়ো ইনিংস খেলছে কেকেআর। নারাইন আউট হলেও ৩ ওভারে ৩৭ রান তুলে নিল তারা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২১:৩৫ key status

আউট নারাইন

দ্বিতীয় ওভারেই আউট হলেন নারাইন। ১১ রানে প্রথম উইকেট হারাল কলকাতা। লক্ষ্য ১১৪ রান।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২০:৪৯ key status

ক্লাসেন আউট

পথের শেষ কাঁটাও কি উপড়ে ফেলল কেকেআর। হর্ষিতের বল ব্যাটে লেগে ক্লাসেনের উইকেট ভেঙে দিল।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২০:৩৮ key status

আউট শাহবাজ়‌

বরুণকে সুইপ করতে গিয়েছিলেন শাহবাজ়‌। ধরা পড়লেন নারাইনের হাতে। আগের দিনের মতো খেলা দেখা গেল না বাংলার ক্রিকেটারের ব্যাটে।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২০:৩০ key status

এসেই উইকেট রাসেলের

দ্বিতীয় বলেই উইকেট নিলেন রাসেল। লং অনের উপর দিয়ে মারতে গিয়ে স্টার্কের হাতে ক্যাচ দিলেন মার্করাম।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২০:২৩ key status

হায়দরাবাদ ৯ ওভারে ৫৮-৪

ধীরে খেলছেন ক্লাসেন এবং মার্করাম। ঝুঁকি নেওয়ার রাস্তায় হাঁটছেন না।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২০:১৩ key status

নীতীশ আউট

হর্ষিতের বলে খোঁচা দিলেন নীতীশ (১৩)। চতুর্থ উইকেট হারাল হায়দরাবাদ।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২০:০৭ key status

হায়দরাবাদে ৬ ওভারে ৪০-৩

বৈভবের ওভার থেকে এল ১৭ রান। নীতীশ ৮ এবং মার্করাম ১৫ রানে খেলছেন।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২০:০২ key status

আউট রাহুল

স্টার্কের বল পুল করতে চেয়েছিলেন রাহুল। ব্যাটের কানায় লেগে উঠে গেল। ক্যাচ ধরলেন রমনদীপ সিংহ।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৯:৫৪ key status

হায়দরাবাদ ৪ ওভারে ২১/২

ক্রিজে মার্করাম (৫) এবং রাহুল (৯)।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৯:৪৫ key status

আউট হেড

হায়দরাবাদের বড় কাঁটা শুরুতেই উপড়ে ফেলল কেকেআর। বৈভবের বলে খোঁচা দিয়ে প্রথম বলেই ফিরলেন হেড।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৯:৩৫ key status

আউট অভিষেক

স্টার্কের আউটসুইং বুঝতেই পারলেন না অভিষেক শর্মা। বল উড়িয়ে দিল অফ স্টাম্প। 

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৯:০৩ key status

টসে হারলেন শ্রেয়স

ফাইনালে আবার টসে হারলেন শ্রেয়স। কামিন্স জানালেন, তাঁরা আগে ব্যাট করবেন।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৮:৫৯ key status

সমর্থকের উৎসাহ তুঙ্গে

কলকাতা থেকে অনেকে খেলা দেখতে গিয়েছেন। স্থানীয়দের মধ্যেও উৎসাহ কম নেই।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৮:৫৬ key status

আবহাওয়া কেমন?

আকাশ অংশত মেঘলা। তবে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। খুচরো বৃষ্টি হতে পারে খেলার মাঝে।

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৮:৫৫ key status

কোন পিচে খেলা হবে?

লাল মাটির পিচ। সোজাসুজি বাউন্ডারির দৈর্ঘ ৭৭ মিটার। দু’পাশে যথাক্রমে ৬৩ এবং ৭০ মিটার। ১৭৫-১৯০ গড় স্কোর। খুব বেশি স্পিন না হলেও বাউন্স থাকবে। রাতে শিশির না পড়ার সম্ভাবনা বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement