কেকেআরের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: আইপিএল
ঝোড়ো ইনিংস খেলছে কেকেআর। নারাইন আউট হলেও ৩ ওভারে ৩৭ রান তুলে নিল তারা।
দ্বিতীয় ওভারেই আউট হলেন নারাইন। ১১ রানে প্রথম উইকেট হারাল কলকাতা। লক্ষ্য ১১৪ রান।
পথের শেষ কাঁটাও কি উপড়ে ফেলল কেকেআর। হর্ষিতের বল ব্যাটে লেগে ক্লাসেনের উইকেট ভেঙে দিল।
বরুণকে সুইপ করতে গিয়েছিলেন শাহবাজ়। ধরা পড়লেন নারাইনের হাতে। আগের দিনের মতো খেলা দেখা গেল না বাংলার ক্রিকেটারের ব্যাটে।
দ্বিতীয় বলেই উইকেট নিলেন রাসেল। লং অনের উপর দিয়ে মারতে গিয়ে স্টার্কের হাতে ক্যাচ দিলেন মার্করাম।
ধীরে খেলছেন ক্লাসেন এবং মার্করাম। ঝুঁকি নেওয়ার রাস্তায় হাঁটছেন না।
হর্ষিতের বলে খোঁচা দিলেন নীতীশ (১৩)। চতুর্থ উইকেট হারাল হায়দরাবাদ।
বৈভবের ওভার থেকে এল ১৭ রান। নীতীশ ৮ এবং মার্করাম ১৫ রানে খেলছেন।
স্টার্কের বল পুল করতে চেয়েছিলেন রাহুল। ব্যাটের কানায় লেগে উঠে গেল। ক্যাচ ধরলেন রমনদীপ সিংহ।
হায়দরাবাদের বড় কাঁটা শুরুতেই উপড়ে ফেলল কেকেআর। বৈভবের বলে খোঁচা দিয়ে প্রথম বলেই ফিরলেন হেড।
স্টার্কের আউটসুইং বুঝতেই পারলেন না অভিষেক শর্মা। বল উড়িয়ে দিল অফ স্টাম্প।
ফাইনালে আবার টসে হারলেন শ্রেয়স। কামিন্স জানালেন, তাঁরা আগে ব্যাট করবেন।
কলকাতা থেকে অনেকে খেলা দেখতে গিয়েছেন। স্থানীয়দের মধ্যেও উৎসাহ কম নেই।
আকাশ অংশত মেঘলা। তবে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। খুচরো বৃষ্টি হতে পারে খেলার মাঝে।