IPL 2022

IPL 2022: ঠিক যেন যুবরাজ! কাকে প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে তুলনা করলেন মঞ্জরেকর

ভারতীয় দলে অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছিলেন শিবম। কিন্তু ধারাবাহিক খেলতে না পারায় বাদ পড়েন। তাঁর উচ্চতা ও ব্যাট করার ধরন দেখে এর আগেও অনেকে শিবমকে যুবরাজের সঙ্গে তুলনা করেছেন। সেই তালিকায় এ বার যোগ দিলেন মঞ্জরেকর।   

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৫:১৫
Share:

কোন ক্রিকেটারের মধ্যে যুবরাজের ছায়া দেখলেন মঞ্জরেকর ফাইল চিত্র

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ৪৬ বলে ৯৫ রানের ইনিংস খেলেছেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের এই বাঁ হাতি অলরাউন্ডারকে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহর সঙ্গে তুলনা করলেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, শিবমের খেলার ধরন অনেকটা যুবরাজের মতো।
শিবমের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে মঞ্জরেকর বলেন, ‘‘হ্যাজলউড পায়ের গোড়ায় বল করছিল। শিবম ক্রিজের ভিতরের দিকে ঢুকে শট মারছিল। ওই বল অতো দূরে মারা সহজ নয়। যুবরাজ এ ভাবে শট মারত। শিবমেরও সেই ক্ষমতা রয়েছে।’’

Advertisement

আগের থেকে শিবম অনেক বেশি ফিট হয়েছেন বলে জানিয়েছেন মঞ্জরেকর। তিনি বলেন, ‘‘শিবমকে দেখে অনেক রোগা ও ফিট মনে হচ্ছে। ফলে শট খেলতে অনেক বেশি সময় পাচ্ছে ও। হাসরঙ্গর বলটা খারাপ ছিল না। কিন্তু খুব তাড়াতাড়ি পিছনের পায়ে গিয়ে ছক্কা মারল শিবম।’’

ভারতীয় দলে অলরাউন্ডার হিসাবে সুযোগ পেয়েছিলেন শিবম। কিন্তু ধারাবাহিক খেলতে না পারায় বাদ পড়েন। তাঁর উচ্চতা ও ব্যাট করার ধরন দেখে এর আগেও অনেকে শিবমকে যুবরাজের সঙ্গে তুলনা করেছেন। সেই তালিকায় এ বার যোগ দিলেন মঞ্জরেকর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement