IPL 2022

IPL 2022: তিনটি সহজ ক্যাচ ছাড়ার পরে তরুণ ভারতীয় ক্রিকেটারকে কী বললেন ধোনি

অধিনায়ক থাকার সময় বার বার তরুণদের পাশে দাঁড়িয়েছেন ধোনি। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে যোগিন্দর শর্মা হোক, বা চেন্নাইয়ে রুতুরাজ গায়কোয়াড়, তরুণ ক্রিকেটাররা সবসময় পাশে পেয়েছেন মাহিকে। সেই ছবি আরও এক বার দেখা গেল।   

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৩:৫৪
Share:

ধোনির ব্যবহারে মুগ্ধ সমর্থকরা ছবি: আইপিএল

ঠিক যেন বড় দাদা। ভাই ভুল করলে বকাবকি না করে কাছে ডেকে বুঝিয়ে দেন। যাতে সেই ভুল আর না হয় সেই পরামর্শ দেন। সেই দাদার ভূমিকায় এ বার দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে। চেন্নাই সুপার কিংসের তরুণ ভারতীয় ক্রিকেটার মুকেশ চৌধরীকে এগিয়ে এসে পরামর্শ দিলেন তিনি। তাঁর এই ব্যবহারে মুগ্ধ সমর্থকরা।

Advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চেন্নাই জিতলেও তিনটি সহজ ক্যাচ ছাড়েন মুকেশ। তাঁর মতো এক জন তরুণ ক্রিকেটার এ ভাবে ক্যাচ ফস্কে যে মুষড়ে পড়তে পারেন, সেটা ধোনি জানতেন। তাই তিনি নিজেই এগিয়ে গেলেন তাঁর দিকে। মাহিশ থিকশানার বলে শাহবাজ আহমেদ আউট হওয়ার পরে যখন গোটা দল উল্লাস করছে তখন মুকেশের কাছে গিয়ে তাঁর কাঁধে হাত রেখে বেশ কিছু ক্ষণ তাঁকে বোঝান ধোনি। এই ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ হওয়ার পরে ধোনির প্রশংসা করেছেন সমর্থকরা। তাঁদের মতে অধিনায়কত্ব ছাড়ার পরেও প্রকৃত নেতার কাজ করেছেন ধোনি।

ম্যাচের অষ্টম ওভারে ডিপ মিড উইকেটে বেঙ্গালুরুর সুয়াস প্রভুদেশাইয়ের ক্যাচ ছাড়েন মুকেশ। ১২তম ওভারে ডোয়েন ব্র্যাভোর বলে সুয়াসের ক্যাচ আরও এক বার ছাড়েন এই তরুণ বাঁ হাতি বোলার। শেষ ঘটনা ঘটে ম্যাচের ১৫তম ওভারে। দীনেশ কার্তিকের সহজ ক্যাচ ছাড়েন তিনি। যদিও তার পরের বলেই শাহবাজকে আউট করেন থিকশানা।

Advertisement

অধিনায়ক থাকার সময় বার বার তরুণদের পাশে দাঁড়িয়েছেন ধোনি। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে যোগিন্দর শর্মা হোক, বা চেন্নাইয়ে রুতুরাজ গায়কোয়াড়, তরুণ ক্রিকেটাররা সবসময় পাশে পেয়েছেন মাহিকে। সেই ছবি আরও এক বার দেখা গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement