রাসেলের (বাঁ দিকে) সঙ্গে উচ্ছ্বাস শ্রেয়সের। ছবি: পিটিআই।
তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে আরসিবি-র বিরুদ্ধে কেকেআরকে জিততে সাহায্য করেছেন আন্দ্রে রাসেল। উইল জ্যাকস, রজত পাটীদার এবং দীনেশ কার্তিককে আউট করেছেন তিনি। হেরে গিয়ে রাসেলের বোলিং নিয়ে খুব বেশি কথাই বললেন না ফ্যাফ ডুপ্লেসি। আরসিবি-র অধিনায়ক কৃতিত্ব দিলেন সুনীল নারাইনকে।
আরসিবি ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসেছিলেন নারাইন। তৃতীয় বলে ক্যামেরন গ্রিনকে আউট করার পর শেষ বলে ফিরিয়ে দেন মহীপাল লোমরোরকে। ম্যাচের পর ডুপ্লেসি বলেছেন, “নারাইনের ওই ওভারটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আমার দলের ছেলেরা ভয় পেয়ে গিয়েছিল। সেই সময় নারাইন এসে ও রকম একটা ওভার করে দেওয়ায় ম্যাচের রাশ ওদের হাতে চলে যায়।”
তবে কেকেআরের বিরুদ্ধে শেষ পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়ার জন্য কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। বলেছেন, “জ্যাকস এবং পাটীদারের অসাধারণ একটা জুটি দেখলাম। যে ভাবে বোলিং এবং ফিল্ডিং করেছে তাতে দলের ছেলেদের নিয়ে গর্বিত। শেষের দিকে গোটা দুয়েক ওভারে অনেক রান দিয়েছি। কিন্তু গড় রানের থেকে কমেই কেকেআরকে আটকে রেখেছিলাম। পারফরম্যান্সের জন্য ওদের দশে দশ দিতে চাই। আমরা চেয়েছিলাম ব্যাটিং পাওয়ার প্লে-তে বেশি রান তুলতে। সেটা হলেও জিততে পারলাম না।”