গত কয়েক বছরে রাজস্থানের টুইটার অ্যাকাউন্ট বেশ জনপ্রিয় হয়েছিল। তাদের মজার মজার মিম ও সমর্থকদের সঙ্গে যোগযোগ রাখার পদ্ধতির জন্য এই জনপ্রিয়তা তৈরি হয়। কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজিই এ বার বিতর্কে জড়াল। এখন দেখার প্রতিযোগিতা শুরুর ঠিক আগের এই বিতর্ক দলের খেলায় কোনও প্রভাব ফেলতে পারে কি না।
প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বিতর্ক ফাইল চিত্র।
আইপিএল শুরু হওয়ার আগেই বিতর্কে রাজস্থান রয়্যালস। নেটমাধ্যমে প্রকাশ হওয়া তাঁর একটি ছবি দেখে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ঘটনার পরে নেটমাধ্যমের দায়িত্বে থাকা দলকে সরিয়ে দিয়েছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। নিয়োগ করা হয়েছে নতুন দল।
শুক্রবার রাজস্থান রয়্যালসের টুইটার অ্যাকাউন্টে বাসের মধ্যে বসে থাকা সঞ্জুর একটি ছবি এডিট করে প্রকাশ করা হয়। সেই ছবিতে অনেকে মজা পেলেও ঘটনাটি ভাল ভাবে নেননি রাজস্থানের অধিনায়ক। তিনি সরাসরি গিয়ে পোস্টের তলায় মন্তব্য করেন, ‘বন্ধুরা এই কাজ করলে ঠিক আছে। কিন্তু দলকে আরও পেশাদার হতে হয়।’
এই পোস্ট ঘিরেই বিতর্ক
সঞ্জুর এই মন্তব্যের পরে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে নামে রাজস্থান। তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘এই ঘটনার পরে নেটমাধ্যমের দায়িত্বে থাকা দলকে সরিয়ে দেওয়া হচ্ছে। দলের পরিবেশ একদম ঠিক আছে। প্রথম ম্যাচের প্রস্তুতি নিচ্ছে সবাই। আগামী দিনে দলের ডিজিটাল পরিকল্পনা কী হবে তা নিয়ে আলোচনা করা হবে। সমর্থকদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখবে ফ্র্যাঞ্চাইজি।’
গত কয়েক বছরে রাজস্থানের টুইটার অ্যাকাউন্ট বেশ জনপ্রিয় হয়েছিল। তাদের মজার মজার মিম ও সমর্থকদের সঙ্গে যোগযোগ রাখার পদ্ধতির জন্য এই জনপ্রিয়তা তৈরি হয়। কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজিই এ বার বিতর্কে জড়াল। এখন দেখার প্রতিযোগিতা শুরুর ঠিক আগের এই বিতর্ক দলের খেলায় কোনও প্রভাব ফেলতে পারে কি না।