বৃহস্পতিবার ধোনি চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়ার পরে টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান কোহলী। এ বার সামনেই দেখা হয়ে গেল দু’জনের। ধোনি ও কোহলীর ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছে ব্যাঙ্গালোর। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দুই তারকা।
অনুশীলনে ধোনি ও কোহলী ছবি: টুইটার।
দু’জনেই এ বার নিজের আইপিএল দলের অধিনায়কত্ব ছেড়েছেন। এক জন গত বারই বলে দিয়েছিলেন যে আর অধিনায়ক থাকবেন না। অন্য জন প্রতিযোগিতা শুরু হওয়ার দু’দিন আগে জানিয়েছেন। আইপিএল শুরু হওয়ার আগে অনুশীলনে দেখা হল তাঁদের। আর সেখানেই চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে গিয়ে জড়িয়ে ধরলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী।
শুক্রবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুশীলন করছিল চেন্নাই ও ব্যাঙ্গালোর। সেখানে দেখা যায় মাঠে নেমে চেন্নাইয়ের নেটের দিকে এগিয়ে যাচ্ছেন কোহলী। তাঁকে এগিয়ে আসতে দেখে তাঁর দিকে এগিয়ে যান ধোনিও। প্রথমে হাত মেলান তাঁরা। তার পরে ধোনিকে জড়িয়ে ধরেন কোহলী। বেশ কিছু ক্ষণ ধোনিকে জড়িয়ে ধরে রাখেন তিনি। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ হয়ে নেটমাধ্যমে।
বৃহস্পতিবার ধোনি চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়ার পরে টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান কোহলী। এ বার সামনেই দেখা হয়ে গেল দু’জনের। ধোনি ও কোহলীর ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছে ব্যাঙ্গালোর। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দুই তারকা।
ভারতীয় দলে ধোনির হাত থেকে একে একে সব ফরম্যাটের নেতৃত্ব গিয়েছে কোহলীর কাছে। তাঁদের সম্পর্ক বার বার উঠে এসেছে সংবাদের শিরোনামে। তবে তা বিতর্কের জন্য নয়। পূর্বসূরি ও উত্তরসূরির এত ভাল বোঝাপড়া ভারতীয় ক্রিকেটে খুব কম হয়েছে। সেই সম্পর্ক আইপিএলের অনুশীলনে আরও এক বার দেখা গেল।