IPL 2024

তিন ম্যাচে তিন জয়, তার পরেও সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশে হতে পারে বদল

নিজেদের প্রথম তিনটি ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধেও বদলাতে পারে কেকেআরের প্রথম একাদশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ০৮:৫৮
Share:

কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র।

সাধারণত, জয়ী দলে বদল হয় না। নিজেদের প্রথম তিনটি ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। জয়ের হ্যাটট্রিকের পরেও মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধেও বদলাতে পারে কেকেআরের প্রথম একাদশ।

Advertisement

কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ?

ফিল সল্ট— প্রতিটি ম্যাচে ওপেনিংয়ে নির্ভরতা দিচ্ছেন। পাওয়ার প্লে ব্যবহার করে বড় শট খেলতে পারেন। উইকেটের পিছনেও ভরসা দিচ্ছেন। তিনিই ওপেন করবেন।

Advertisement

সুনীল নারাইন— পাওয়ার প্লে-তে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন। পাশাপাশি বল হাতেও উইকেট তুলছেন। ধোনিদের বিরুদ্ধে ওপেন করবেন নারাইন।

অঙ্গকৃশ রঘুবংশী— আইপিএল অভিষেকেই অর্ধশতরান করেছেন। বুঝিয়ে দিয়েছেন তাঁর উপর ভরসা করতে পারে ম্যানেজমেন্ট। চেন্নাইয়ের বিরুদ্ধেও তিন নম্বরে খেলবেন তিনি।

বেঙ্কটেশ আয়ার— আগের ম্যাচে পরে ব্যাট করতে নেমেছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের পুরনো জায়গায় ফিরে যেতে পারেন। নীতীশ রানা কবে ফিরবেন কেউ জানে না। তাই মিডল অর্ডার সামলাতে হবে আয়ারকে।

শ্রেয়স আয়ার— ধীরে ধীরে ফর্মে ফিরছেন। কিন্তু এখনও সেই পুরনো শ্রেয়সকে দেখা যায়নি। ধোনিদের বিরুদ্ধে সুযোগ পেলে বড় রান করতে চাইবেন শ্রেয়স।

রিঙ্কু সিংহ— যখনই ব্যাট হাতে নামছেন নিজের কাজ করছেন। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ধোনিদের বিরুদ্ধেও সেই কাজটাই করতে চাইবেন।

আন্দ্রে রাসেল— চলতি আইপিএলে খুব ভাল ফর্মে রয়েছেন। বিধ্বংসী ব্যাটিং করছেন। বল হাতেও উইকেট নিচ্ছেন। ধোনিদের বিরুদ্ধেও রাসেল দলের বড় ভরসা।

রমনদীপ সিংহ— আগের ম্যাচে রান পাননি। তবে প্রথম ম্যাচে ভাল খেলেছিলেন তিনি। চেন্নাইয়ের মাঠে এই ডান হাতি ব্যাটার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

অনুকূল রায়— আগের ম্যাচে খেলেননি। কিন্তু চেন্নাইয়ের মন্থর উইকেটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ব্যাট ও বল, দু’ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। অনুকূল থাকলে অতিরিক্ত ব্যাটারের পাশাপাশি চেন্নাইয়ের মন্থর উইকেটে বাঁ হাতি স্পিনার পাবে দল।

মিচেল স্টার্ক— আগের ম্যাচে ২ উইকেট নিয়েছেন। চেন্নাইয়ের উইকেটে গতি কম থাকলে বৈচিত্র দেখাতে হবে স্টার্ককে। তবে কলকাতার প্রথম একাদশে খেলবেন তিনি।

বৈভব অরোরা— আগের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিলেন। কিন্তু হর্ষিত রানা চোট পেয়েছেন। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশেই দেখা যেতে পারে বৈভবকে।

বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট প্লেয়ার)— এখনও নিজের সেরা ফর্মে আসতে পারেননি। আগের ম্যাচে উইকেট নিলেও রান দিয়েছেন। চেন্নাইয়ের উইকেটে সাহায্য পেতে পারেন তিনি। কেকেআর প্রথমে ব্যাট করলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামবেন তিনি। প্রথমে বল করলে প্রথম একাদশে থাকবেন। তাঁর বদলে রঘুবংশী ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement