MS Dhoni

MS Dhoni: ‘চতুর’ ধোনিকে চিনিয়ে দিলেন ঈশান

ঈশান একইসঙ্গে এও জানিয়েছেন যে, উইকেটকিপিংয়ের খুঁটিনাটি নানা দিক তিনি ধোনির কাছ থেকেও শিখেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ০৮:১৫
Share:

কিংবদন্তি: ধোনি নিয়ে অজানা কথা ফাঁস ঈশানের। ছবি: সিএসকে

অধিনায়ক, ব্যাটার ও উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে ইতিমধ্যে অনেক কিছু লেখা হয়েছে।

Advertisement

কিন্তু এই প্রথম একজন তরুণ ক্রিকেটার জানালেন, কী ভাবে প্রাক্তন ভারত-অধিনায়ক বিপক্ষ ব্যাটারকে মানসিক ভাবে চাপে ফেলে দিয়ে তাঁর মনঃসংযোগ নষ্ট করে দিতে পারেন।

অজানা এই গল্প ফাঁস করেছেন ঈশান কিশান। মুম্বই ইন্ডিয়ান্সের ২৩ বছরের তরুণ ইউটিউবে এক অনুষ্ঠানে বলেছেন, ‘‘উইকেটরক্ষার থেকেও বেশি বোঝার চেষ্টা করি মাঠে নেমে ঠিক কোন ধাঁচে ধোনি ভাই ভাবনা-চিন্তা করে। বিশ্বাস করুন, একটা আইপিএল ম্যাচে আমাকে অদ্ভুত ভাবে মানসিক চাপে ফেলে দিয়ে আউট করেছিল।” যোগ করেন, “সেই ম্যাচে আমি খুবই ভাল খেলছিলাম। বোলারদের আক্রমণও করছিলাম অনায়াসে। তখনই একবার দেখলাম ও উইকেটের পিছন থেকে এসে বোলার ইমরান ভাইয়ের (তাহির) কাছে গিয়ে কী সব বলে এল...।’’
ঈশান যোগ করেছেন, ‘‘অবশ্যই ওর কথা আমি শুনতে পাইনি। কিন্তু শুধু ভাবতে শুরু করলাম, ঠিক কী বলে আসতে পারে ধোনি ভাই। জানি না কী হল, তার ঠিক পরেই একটা হাফভলি মারার বল এল। মারলামও। কিন্তু অদ্ভুত ভাবে সেটা শর্ট থার্ড ম্যানে ক্যাচ হয়ে গেল। আজ পর্যন্ত আমার মাথায় ঢোকেনি, কী করে একজন ব্যাটার কোনও স্পিনারের বোলিংয়ে ড্রাইভ মারতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়ে আউট হতে পারে।’’

Advertisement

ঈশান একইসঙ্গে এও জানিয়েছেন যে, উইকেটকিপিংয়ের খুঁটিনাটি নানা দিক তিনি ধোনির কাছ থেকেও শিখেছেন, ‘‘এমনিতে দেখা যায় কিপিংয়ের সময় আমাদের হাত সোজা থাকে। যখনই ব্যাটার খোঁচা মারে, তখনই হাত ডানদিকে চলে যায়। কিন্তু ধোনিভাই শিখিয়েছিল, হাতের নড়াচড়া বেশি কিছু হওয়ার দরকার নেই। বরং আমার পুরো শররীটা যেন সচল থাকে। শুধু কব্জি নয়, শরীর যেন কিছুটা পেন্ডুলামের মতো দোলে। আর সেটা একবার অভ্যেস হয়ে গেলে কেউ খোঁচা মারলে তার ক্যাচ ধরে
নিতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement