IPL 2024

দিল্লি ম্যাচের আগে শক্তি বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের, দলে যোগ দিলেন সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার

আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে এখনও এক নম্বরে সূর্যকুমার যাদব। তিনি শুক্রবার যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। এখনও পর্যন্ত সব ম্যাচ হেরে যাওয়া দলের শক্তি বাড়ল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৭:৪১
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

চোটের কারণে এত দিন খেলতে পারছিলেন না সূর্যকুমার যাদব। আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে এখনও এক নম্বরে তিনি। সেই ব্যাটার শুক্রবার যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। এখনও পর্যন্ত সব ম্যাচ হেরে যাওয়া দলের শক্তি বাড়ল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে।

Advertisement

রবিবার দিল্লি বনাম মুম্বই ম্যাচ। ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ। শুক্রবার সেই মাঠে অনুশীলন করেন সূর্যকুমার। দল মাঠে আসার এক ঘণ্টা আগেই চলে এসেছিলেন তিনি। নেটে ব্যাট করেন। বেশ কিছু বড় ছোট খেলতে দেখা যায় তাঁকে। দীর্ঘ ক্ষণ নেটে ব্যাট করার পর অন্যান্য অনুশীলন শুরু করেন সূর্য। তাঁর কোনও সমস্যা দেখা যায়নি। অনুশীলনের মাঝে কোচ মার্ক বাউচার এবং ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের সঙ্গে কথা বলেন সূর্য। মনে করা হচ্ছে দিল্লির বিরুদ্ধে রবিবার তাঁকে খেলতে দেখা যেতে পারে।

তিন মাসের বেশি মাঠের বাইরে ছিলেন সূর্য। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সূর্যকে নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চায়নি বোর্ড। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন তিনি। সেখানে সুস্থ হয়ে উঠছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা মনে করেছেন, সূর্য এখন পুরো সুস্থ। তাই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

Advertisement

আইপিএলের পরে জুন মাস থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে হবে খেলা। সেখানে ভারতের দরকার হবে সূর্যকে। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার তিনি। বিশ্বকাপের প্রস্তুতি আইপিএলে সেরে ফেলতে পারবেন সূর্য। তাঁকে পাওয়ায় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়বে রোহিত, হার্দিকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement