হায়দরাবাদের বিরুদ্ধে জেতার পরেই ধোনি বলেছেন, কেরিয়ারের একদম শেষ পর্যায়ে রয়েছেন তিনি। — ফাইল চিত্র
দলের ক্রিকেটারদের থেকে কী ভাবে সেরাটা বার করে আনতে হয় সেটা ভালই জানেন তিনি। তাই মহেন্দ্র সিংহ ধোনি আইপিএল থেকে অবসর নিলে সেই শূন্যস্থান ভরাট করা মোটেই সহজ হবে না। বললেন কলকাতার প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান। তাঁর মতে, ধোনি অবসর নিলে তরুণ ক্রিকেটাররা সবচেয়ে সমস্যায় পড়বেন।
হায়দরাবাদের বিরুদ্ধে জেতার পরেই ধোনি বলেছেন, কেরিয়ারের একদম শেষ পর্যায়ে রয়েছেন তিনি। ফলে এই আইপিএলই তাঁর শেষ বলে মনে করছেন অনেকে। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে মর্গ্যান বলেছেন, “ম্যাচের মধ্যে কতটা ডুবে থাকে সেটা ওর আচার-আচরণ দেখলেই বোঝা যায়। এত বছরের অভিজ্ঞতার কারণে সব কিছু ওর ঠোঁটস্থ। দলের ক্রিকেটাররাও ওকে নেতা হিসাবে পেয়ে তৃপ্ত। ও চলে গেলেই বোঝা যাবে সবাই ওকে কতটা মিস্ করছে।”
এ মরসুমের শেষেই ধোনি অবসর নিতে পারেন বলে মনে করছেন মর্গ্যানও। তাঁর কথায়, “এটাই প্রত্যাশিত। দলের যারা সেরা ক্রিকেটার তাদের প্রায় প্রত্যেকের উত্থানের পিছনে রয়েছে ধোনির হাত। ঘরের মাঠ চেন্নাইকে দুর্গ বানাতেও সাহায্য করেছে ধোনি। সেই মতো ক্রিকেটার কিনেছে ওরা। সাহায্য করেছে কোচ স্টিভন ফ্লেমিংও। স্পিনার, অলরাউন্ডার সব কিছু মিলিয়ে ধোনি এমন একটা দল তৈরি করেছে যারা ঘরের মাঠে হারতে জানে না।”