IPL 2022

IPL 2022: টানা ৮ ম্যাচে হারের দায় কাদের উপর চাপালেন মুম্বই অধিনায়ক রোহিত

এ বারে দলে অনেক পরিবর্তন হয়েছে। অনেক ক্রিকেটার নতুন। তাঁদের সুযোগ দিতে চান রোহিত। তবে তাঁদের শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৩:১৭
Share:

টানা ৮ ম্যাচ হেরে কী বললেন রোহিত ফাইল চিত্র

টানা ৮ ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম চারে যাওয়ার আশা প্রায় শেষ রোহিত শর্মাদের। দলের এই খারাপ খেলার দায় ব্যাটারদের উপর চাপালেন রোহিত। জানালেন, দলের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন খেলার জন্যই দল হেরেছে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ হেরে রোহিত বলেন, ‘‘বোলাররা ভাল বল করেছে। পিচ ভাল ছিল। কিন্তু আমরা ভাল ব্যাট করতে পারিনি। রান তাড়া করে আমাদের জেতা উচিত ছিল। রান তাড়া করতে গেলে জুটি বাঁধা খুব দরকার। কিন্তু আমাদের সেটা হয়নি। দায়িত্বজ্ঞানহীন শট খেলে ব্যাটাররা আউট হয়েছে। আমিও সে ভাবেই আউট হয়েছি।’’

Advertisement

গোটা প্রতিযোগিতা জুড়ে দলের ব্যাটাররা ভাল খেলতে পারেনি বলেই জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘গোটা প্রতিযোগিতা জুড়ে আমরা ভাল ব্যাট করতে পারিনি। যে ব্যাট করতে নামছে তাকে বেশি ক্ষণ ক্রিজে থাকতে হবে। বাকি দলগুলির ক্ষেত্রে সেটা দেখা গিয়েছে। কিন্তু আমরা পারিনি।’’

Advertisement

এ বারে দলে অনেক পরিবর্তন হয়েছে। অনেক ক্রিকেটার নতুন। তাঁদের সুযোগ দিতে চান রোহিত। তবে তাঁদের শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেন, ‘‘আমরা ঠিক করেছি যে প্রথম একাদশে সুযোগ পাবে তাকে শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে। তবে নতুন ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে চাইছি। ক্রিকেটাররা চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। তাই আমাদের হারতে হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement