IPL 2022

IPL 2022: ধুতি-পাঞ্জাবি পরে সতীর্থের বিয়েতে নাচ ধোনির, সঙ্গী ব্র্যাভোরা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরে কনওয়ের বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন ধোনিও। মূল অনুষ্ঠানের পরে নাচ-গানে মেতে ওঠেন ক্রিকেটাররা। সেখানে নাচতে দেখা যায় ধোনিকেও। তাঁর সঙ্গে চেন্নাইয়ের বাকি ক্রিকেটার যেমন, ডোয়েন ব্র্যাভো, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজাদেরও নাচতে দেখা যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১১:৫০
Share:

কনওয়ের সঙ্গে ধোনি ফাইল চিত্র

আইপিএলের মাঝেই সতীর্থের বিয়ে। আর সেখানে নাচতে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনি-সহ চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের। তবে মধ্যমণি অবশ্যই ধোনি। হলুদ রয়ের পাঞ্জাবি ও সাদা ধুতিতে নজর কাড়লেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক।
আইপিএল চলাকালীন বিয়ে করেছেন সিএসকে-র বিদেশি ক্রিকেটার ডেভন কনওয়ে। মুম্বইয়ের হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেখানে দক্ষিণী সাজে সেজেছিলেন ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা। এমনকি নিউজিল্যান্ডের কনওয়েকেও ধুতি-পাঞ্জাবি পরতে দেখা যায়।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরে কনওয়ের বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন ধোনিও। মূল অনুষ্ঠানের পরে নাচ-গানে মেতে ওঠেন ক্রিকেটাররা। সেখানে নাচতে দেখা যায় ধোনিকেও। তাঁর সঙ্গে চেন্নাইয়ের বাকি ক্রিকেটার যেমন, ডোয়েন ব্র্যাভো, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজাদেরও নাচতে দেখা যায়। প্রতিযোগিতায় দল যতই খারাপ পরিস্থিতিতে থাকুক দলের ক্রিকেটারদের উপর ম্যানেজমেন্ট যে বাড়তি চাপ দিতে নারাজ তা এই অনুষ্ঠান থেকেই পরিষ্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement