জস বাটলার। —ফাইল চিত্র।
প্রথম থেকে শেষ বল পর্যন্ত খেলে বাটলার একার হাতে জেতালেন রাজস্থানকে। উল্টো দিকে সে ভাবে কাউকে না পেলেও বাটলার ছাপিয়ে গেলেন নারাইনকে।
রান নিতে গিয়ে ট্রেন্ট বোল্ট হতে পারলেন না উসাইন বোল্ট। বাটলার জোর করে দু’রান নেওয়ার চেষ্টা করলেও বোল্টকে রান আউট করলেন স্টার্ক।
নারাইনকে দু’টি ছয়, একটি চার মেরে ম্যাচ প্রায় বার করে নেওয়ার চেষ্টা করছিলেন পাওয়েল। নারাইনের বলেই এলবিডব্লিউ হলেন।
বরুণের প্রথম বলে লোপ্পা ক্যাচ দিলেন হেটমায়ার। ০ রানে ফিরলেন তিনি।
১১ বলে ৮ রান করে আউট অশ্বিন। বরুণ চক্রবর্তী আউট করলেন তাঁকে।
ব্যাট হাতে শতরান করার পাশাপাশি বল হাতেও উইকেট নিলেন তিনি। তাঁর বলে ২ রান করে আউট হলেন ধ্রুব জুরেল। ১০০ রানে চতুর্থ উইকেট পড়ল রাজস্থানের।
বিধ্বংসী ব্যাট করছিলেন পরাগ। কোনও বোলারকে রেয়াত করছিলেন না তিনি। শেষ পর্যন্ত হর্ষিত রানার বলে আউট হলেন তিনি। ১৪ বলে ৩৪ রান করেন পরাগ। ৯৭ রানে তৃতীয় উইকেট পড়ল রাজস্থানের।
জস বাটলার ২০ ও রিয়ান পরাগ ২০ রান করে ক্রিজ়ে রয়েছেন। রান তাড়া করতে নেমে ভাল শুরু করেছে রাজস্থান।
আউট হয়ে গেলেন রাজস্থানের অধিনায়ক স্যামসনও। হর্ষিত রানার বলে ১২ রান করে আউট হলেন তিনি। ক্যাচ ধরলেন সুনীল নারাইন। ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারাল রাজস্থান।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন যশস্বী। ৯ বলে ১৯ রান করলেন তিনি। ২২ রানে প্রথম উইকেট হারাল রাজস্থান।
রিঙ্কু সিংহ ২০ রানে অপরাজিত থাকলেন। রাজস্থানের সামনে লক্ষ্য ২২৪ রান।
৫৬ বলে ১০৯ রান করে আউট নারাইন। ট্রেন্ট বোল্ট আউট করলেন তাঁকে। ১৯৫ রানে পঞ্চম উইকেট হারাল কেকেআর।
বড় রান করতে পারলেন না রাসেল। আবেশ খানের বলে ১০ বলে ১৩ রান করে আউট হলেন তিনি।
আইপিএলে নিজের প্রথম শতরান করলেন নারাইন। ৪৯ বলে শতরান করলেন তিনি। কেকেআরের তৃতীয় ব্যাটার হিসাবে শতরান করলেন নারাইন।
১১ রান করে যুজবেন্দ্র চহালের বলে আউট শ্রেয়স। ১৩৩ রানে তৃতীয় উইকেট পড়ল কেকেআরের।