KKR vs LSG

শেষ বল পর্যন্ত লড়াই করেও লখনউয়ের কাছে যে ভাবে ১ রানে হারল কলকাতা

প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শনিবার জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। এমন ম্যাচে ইডেনে কেকেআর মুখোমুখি লখনউ সুপার জায়ান্টসের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৯:০৩
Share:

আউট রাসেল। —ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২২:৪৪ key status

আউট গুরবাজ

যশ ঠাকুরের বলে আউট গুরবাজ। বড় শট মারতে গিয়ে ক্যাচ দিলেন বিষ্ণোইয়ের হাতে। বল হাতে এসেও বেরিয়ে গিয়েছিল, কোনও মতে ধরলেন তিনি।

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২২:৩৫ key status

আউট জেসন রয়

ক্রুণাল পাণ্ড্যর বলের লাইন বুঝতেই পারলেন না জেসন। সোজা বলে বোল্ড হলেন তিনি। আউট হয়ে সাজঘরে ফেরার সময় জেসন কার উপর চিৎকার করলেন তা বোঝা কঠিন?

Advertisement
শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২২:১৭ key status

আউট নীতীশ

ভুল শট খেলে আউট নাইট অধিনায়ক। রবি বিষ্ণোইয়ের বল বুঝতে না পেরে খেললেন নীতীশ। সহজ ক্যাচ তুলে দিলেন ক্রুণাল পাণ্ড্যর হাতে।

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২২:০৮ key status

আউট বেঙ্কটেশ

২৪ রান করে আউট বেঙ্কটেশ। ৬ ওভারে ৬১ রান তুলেছে কলকাতা।

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২১:৩৬

২০ ওভারে ১৭৬ রান তুলল লখনউ

কলকাতার সামনে ১৭৭ রানের লক্ষ্য রাখল লখনউ। কলকাতাকে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ভরসা কঠিন অঙ্ক।

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২০:৫২

১৫ ওভারে ১১৯ রান

পাঁচ উইকেট হারিয়ে লড়ছে লখনউ। ইডেনে কলকাতার বিরুদ্ধে ১৫ ওভারে ১১৯ রান তুলে নিল তারা। নিকোলাস পুরান ১৯ বলে ৩৭ রান করে অপরাজিত।

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২০:২৮ key status

পঞ্চম উইকেট পড়ল লখনউয়ের

আউট কুইন্টন। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে ফিরিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। রাসেলের হাতে ক্যাচ দিলেন কুইন্টন। ২৭ বলে ২৮ রান করে আউট ওপেনার।

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২০:২৫ key status

আউট ক্রুণাল

একের পর এক উইকেট হারাচ্ছে লখনউ। সুনীল নারাইনের বলে ক্যাচ দিলেন ক্রুণাল। 

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২০:১৯ key status

বৈভব আরোরার জোড়া ধাক্কা

এক ওভারে দু’টি উইকেট নিলেন বৈভব। প্রেরক এবং মার্কাস স্টোইনিসের উইকেট তুললেন তিনি। 

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২০:১৭ key status

পাওয়ার প্লে শেষে

৬ ওভারে ৫৪ রান তুলল লখনউ। প্রেরক মঁকড় এবং কুইন্টন ডিকক ক্রিজে। ৪০ রানের জুটি গড়েছেন তাঁরা। ১৩ বলে ২০ রান করা ডিকক দু’টি ছক্কা মেরেছেন।

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২০:১৪ key status

প্রথম উইকেট হারাল কলকাতা

করণ শর্মাকে ফেরালেন হর্ষিত রানা। পাঁচ বলে তিন রান করে সাজঘরে করণ। ওপেনিং জুটি ভেঙে গেল লখনউয়ের।

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৯:৫০

টস জিতে কলকাতার সিদ্ধান্ত নিয়ে বিস্ময়! বিস্তারিত পড়ুন লিঙ্কে

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৯:০৭ key status

টস জিতল কলকাতা

লখনউয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল কলকাতা। অধিনায়ক নীতীশ রানা জানালেন, দলে কোনও পরিবর্তন নেই। যদিও সুযশ শর্মা প্রথম একাদশে নেই। তাঁর জায়গায় বেঙ্গটেশ আয়ার রয়েছেন দলে।

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৯:০১ key status

কলকাতা বনাম লখনউ

শনিবার ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচের উপর নির্ভর করছে দুই দলের প্লে-অফে ওঠা। এমন ম্যাচে কলকাতাকে দু’বার আইপিএল জেতানো গৌতম গম্ভীর রয়েছেন লখনউ দলে। এক সময় ঘরের মাঠ হয়ে গিয়েছিল গম্ভীরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement