আউট রাসেল। —ফাইল চিত্র
যশ ঠাকুরের বলে আউট গুরবাজ। বড় শট মারতে গিয়ে ক্যাচ দিলেন বিষ্ণোইয়ের হাতে। বল হাতে এসেও বেরিয়ে গিয়েছিল, কোনও মতে ধরলেন তিনি।
ক্রুণাল পাণ্ড্যর বলের লাইন বুঝতেই পারলেন না জেসন। সোজা বলে বোল্ড হলেন তিনি। আউট হয়ে সাজঘরে ফেরার সময় জেসন কার উপর চিৎকার করলেন তা বোঝা কঠিন?
ভুল শট খেলে আউট নাইট অধিনায়ক। রবি বিষ্ণোইয়ের বল বুঝতে না পেরে খেললেন নীতীশ। সহজ ক্যাচ তুলে দিলেন ক্রুণাল পাণ্ড্যর হাতে।
কলকাতার সামনে ১৭৭ রানের লক্ষ্য রাখল লখনউ। কলকাতাকে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ভরসা কঠিন অঙ্ক।
পাঁচ উইকেট হারিয়ে লড়ছে লখনউ। ইডেনে কলকাতার বিরুদ্ধে ১৫ ওভারে ১১৯ রান তুলে নিল তারা। নিকোলাস পুরান ১৯ বলে ৩৭ রান করে অপরাজিত।
আউট কুইন্টন। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে ফিরিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। রাসেলের হাতে ক্যাচ দিলেন কুইন্টন। ২৭ বলে ২৮ রান করে আউট ওপেনার।
একের পর এক উইকেট হারাচ্ছে লখনউ। সুনীল নারাইনের বলে ক্যাচ দিলেন ক্রুণাল।
এক ওভারে দু’টি উইকেট নিলেন বৈভব। প্রেরক এবং মার্কাস স্টোইনিসের উইকেট তুললেন তিনি।
৬ ওভারে ৫৪ রান তুলল লখনউ। প্রেরক মঁকড় এবং কুইন্টন ডিকক ক্রিজে। ৪০ রানের জুটি গড়েছেন তাঁরা। ১৩ বলে ২০ রান করা ডিকক দু’টি ছক্কা মেরেছেন।
করণ শর্মাকে ফেরালেন হর্ষিত রানা। পাঁচ বলে তিন রান করে সাজঘরে করণ। ওপেনিং জুটি ভেঙে গেল লখনউয়ের।
লখনউয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল কলকাতা। অধিনায়ক নীতীশ রানা জানালেন, দলে কোনও পরিবর্তন নেই। যদিও সুযশ শর্মা প্রথম একাদশে নেই। তাঁর জায়গায় বেঙ্গটেশ আয়ার রয়েছেন দলে।