IPL 2024

সৌরভের দিল্লিকে হারাল শাহরুখের কেকেআর, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন নাইটেরা

পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রান তুলেও হেরেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দিকে জিততে থাকা কেকেআর কিছুটা চাপে। দিল্লির বিরুদ্ধে লড়াই কঠিন হতে পারে। প্রতিপক্ষ শিবিরে বাংলার দুই ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৯:০২
Share:

অর্ধশতরানের পর সল্ট। ছবি: আইপিএল।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:৫৭ key status

১৬ ওভারে কেকেআর ১৫১/৩

ব্যাট করছেন শ্রেয়স (৩১) এবং বেঙ্কটেশ (২২)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:৫০ key status

১৪ ওভারে কেকেআর ১৩৪/৩

ব্যাট করছেন শ্রেয়স (২৩) এবং বেঙ্কটেশ (১৭)।

Advertisement
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:৩৮ key status

১২ ওভারে কেকেআর ১২১/৩

ব্যাট করছেন শ্রেয়স (১৫) এবং বেঙ্কটেশ (৮)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:৩২ key status

১০ ওভারের কেকেআর ১০৪/৩

ব্যাট করছেন শ্রেয়স (৩) এবং বেঙ্কটেশ (৩)

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:২৭ key status

আউট রিঙ্কু

রিঙ্কুকে (১১) আউট করলেন উইলিয়ামস। কেকেআর ৯.২ ওভারে ১০০/৩।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:২১ key status

৮ ওভারে কেকেআর ৯৬/১

ব্যাট করছেন সল্ট (৬৮) এবং রিঙ্কু (৯)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:১৩ key status

আউট নারাইন

নারাইনকে (১৫) আউট করলেন অক্ষর। কেকেআর ৭৯/১।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:০৯ key status

৬ ওভারে কেকেআর ৭৯/০

পাওয়ার প্লে শেষ। ইডেনে ব্যাট করছেন সল্ট (৬০) এবং নারাইন (১৫)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২২:০২ key status

৫ ওভারে কেকেআর ৬১/০

ব্যাট করছেন সল্ট (৪২) এবং নারাইন (১৫)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২১:৫২ key status

৩ ওভারে কেকেআর ৪০/০

ব্যাট করছেন সল্ট (৩১) এবং নারাইন (৫)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২১:৪২ key status

১ ওভারে কেকেআর ২৩/০

ব্যাট করছেন সল্ট (১৫) এবং নারাইন (৪)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২১:২১ key status

২০ ওভারে দিল্লি ১৫৩/৯

কুলদীপ ৩৪ এবং উইলিয়ামস ১ রানে অপরাজিত থাকলেন। কেকেআরের সফলতম বোলার বরুণ ১৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ২৭ রানে ২ উইকেট হর্ষিতের। ২৯ রানে ২ উইকেট বৈভবের।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২১:১৫ key status

১৯ ওভারে দিল্লি ১৪৩/৯

ব্যাট করছেন কুলদীপ (২৪) এবং উইলিয়ামস (১)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২১:১১ key status

আউট রাসিখ।

রাসিখকে (৮) আউট করলেন হর্ষিত। দিল্লি ১৪০/৯।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২১:০৪ key status

১৭ ওভারে দিল্লি ১৩৬/৮

ব্যাট করছেন কুলদীপ (২১) এবং রাসিখ (৭)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২০:৫১ key status

১৫ ওভারে দিল্লি ১১২/৮

ব্যাট করছেন কুলদীপ (১০) এবং রাসিখ (১)। 

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২০:৪৮ key status

আউট কুশাগ্র

কুশাগ্রকে (১) আউট করলেন বরুণ। দিল্লি ১১১/৮।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২০:৪৩ key status

আউট অক্ষর

অক্ষরকে (১৫) বোল্ড করে দিলেন নারাইন। দিল্লি ১৩.৩ ওভারে ১০১/৭।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২০:৩৮ key status

আউট স্টাবস

স্টাবসকে (৪) আউট করলেন বরুণ। দিল্লি ৯৯/৬।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২০:৩৭ key status

১২ ওভারে দিল্লি ৯৯/৫

ব্যাট করছেন অক্ষর (১৪) এবং স্টাবস (৪)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement