Aamir Khan

কেরিয়ারের শুরুতে চুম্বন দৃশ্যে ভয় পেয়েছিলেন আমির, নেপথ্য কারণ জানালেন সহ-অভিনেত্রী

কেরিয়ারের শুরুর দিকেই চুম্বন দৃশ্যে অভিনয় করেন আমির খান। কিন্তু সেই দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেতার মনের অবস্থা অন্য রকম ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:৩০
Share:
image of Aamir Khan

আমির খান। ছবি: সংগৃহীত।

১৯৮৪ সালে মুক্তি পায় কেতন মেহতা পরিচালিত রাজনৈতিক থ্রিলার ছবি ‘হোলি’। এই ছবিতে অভিনয় করেছিলেন আমির খান। তখনও প্রচারের আলোয় আসেননি আমির। ছবিতে অভিনেতাকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী কিটু গিদওয়ানি।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে প্রশ্ন করা হয় কিটুকে। কারণ ‘হোলি’ ছবিতে তিনি ছিলেন আমিরের সহ-অভিনেত্রী। ছবিতে এক কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেন কিটু। ছবিতে আমিরের সঙ্গে তাঁর একটি চুম্বন দৃশ্যও ছিল। সেই দৃশ্যের অভিজ্ঞতা জানাতে কিটু বলেন, ‘‘তখন আমির সবে কেরিয়ার শুরু করেছে। খুব পরিশ্রম করতে পারত। আমি জানতামও না এই ছবিতে ও রয়েছে। কিন্তু আমাদের চুম্বন দৃশ্যের শুটিংয়ের সময় ও খুবই চাপে ছিল। একটু ভয় পায়। আমারও একটু ভয় অভিনেত্রী কিটু

image of Kitu Gidwani dgtl

অভিনেত্রী কিটু গিদওয়ানি। ছবি: সংগৃহীত।

কিটু জানান, আমির ভয় পেলেও ভাল ভাবেই দৃশ্যটির শুটিং শেষ হয়। পরবর্তী সময়ে আমির এবং কিটু খুব ভাল বন্ধু হয়ে গিয়েছিলেন। এই ছবিতে কিটু অদ্ভুত ভাবে সুযোগ পান। অভিনেত্রী জানান, তখন তিনি চলচ্চিত্র নিয়ে কলেজে পড়াশোনা করছেন। হঠাৎ করেই কেতন তাঁকে এই ছবির প্রস্তাব দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement