IPL

KKR's Position in IPL: টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় কোথায় থাকল কলকাতা

এ বারের আইপিএলে এই নিয়ে টানা তিনটি ম্যাচে হারল কেকেআর। সোমবার রাজস্থান রয়্যালসের কাছে হারার ফলে পয়েন্ট তালিকায় কলকাতা অবশ্য ষষ্ঠ স্থানেই থাকল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০১:০৯
Share:

কলকাতা নাইট রাইডার্স দল। ফাইল চিত্র

আবার হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। এ বারের আইপিএলে এই নিয়ে টানা তিনটি ম্যাচে হারল কেকেআর। সোমবার রাজস্থান রয়্যালসের কাছে হারার ফলে পয়েন্ট তালিকায় কলকাতা অবশ্য ষষ্ঠ স্থানেই থাকল।

সাত ম্যাচ খেলে কলকাতা ৬ পয়েন্টেই থাকল। পঞ্জাব কিংসেরও ৬ পয়েন্ট। তারা কলকাতার থেকে একটি ম্যাচ কম খেলেছে। নেট রান রেটে কলকাতা এগিয়ে রয়েছে পঞ্জাবের থেকে। কলকাতার নেট রান রেট ০.১৬০, পঞ্জাবের ০.১০৯।

Advertisement

শীর্ষে রয়েছে গুজরাত টাইটানস। তাদের ছয় ম্যাচে ১০ পয়েন্ট। কলকাতাকে হারিয়ে রাজস্থান রয়্যালস দ্বিতীয় স্থানে উঠে এল। তাদের ছয় ম্যাচে আট পয়েন্ট। ছ’টি ম্যাচ খেলে আট পয়েন্টে রয়েছে আরও তিনটি দল লখনউ, বেঙ্গালুরু ও হায়দরাবাদ। নেট রান রেটে রাজস্থান (০.৩৮০) এগিয়ে। এর পর রয়েছে লখনউ (০.২৯৬), বেঙ্গালুরু (০.১৪২), হায়দরাবাদ (-০.০৭৭)।

শেষ দু’টি স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের ছয় ম্যাচে দুই পয়েন্ট। মুম্বই ছ’টি ম্যাচ খেলে সবকটি হেরেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement