হারের কারণ খুঁজছেন সুনীল নারাইন, ব্রেন্ডন ম্যাকালাম ও আন্দ্রে রাসেল। ছবি: আইপিএল
ফের হারল কলকাতা নাইট রাইডার্স। এ বার রাজস্থান রয়্যালসের কাছে হার ৭ রানে। টানা তিন ম্যাচে হারতে হল নাইটদের। কেন হার? পাঁচটি কারণ বিশ্লেষণ করল আনন্দবাজার অনলাইন।
এক, ফের চূড়ান্ত ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের বোলিং। বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেলের চার ওভারে ৫৯ রান ওঠে। সুনীল নারাইন ছাড়া আর কোনও বোলারই ভাল বল করতে পারেননি।
দুই, জস বাটলারকে থামানো যায়নি। মূলত তাঁর জন্যই প্রথম ছ’ওভারে, অর্থাৎ পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬০ রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস। ১০ ওভারে ওঠে ১ উইকেটে ৯৯ রান। রাজস্থান প্রায় গোটা ম্যাচেই ওভার পিছু ১০ রান করে তোলে।
তিন, রান তাড়া করতে নেমে কলকাতা প্রথম বলেই হারায় নারাইনের উইকেট।
চার, আন্দ্রে রাসেল ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে যান রবিচন্দ্রন অশ্বিনের বলে।
পাঁচ, ১৭তম ওভারে শ্রেয়স আয়ারের আউট হয়ে যাওয়া। তিনি শেষ পর্যন্ত থাকলে কলকাতা হয়ত জিতে যেতে পারত।