রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। কোন পাঁচ কারণে জিতল কেকেআর, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।
কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। ফাইল চিত্র
টানা পাঁচ ম্যাচে হারার পরে অবশেষে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। সোমবার তারা ৭ উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে। কী ভাবে জয়ে ফিরল কলকাতা? পাঁচ কারণ খুঁজে বার করল আনন্দবাজার অনলাইন।
এক, পাওয়ার প্লে-তে রাজস্থানকে বেশি রান করতে দেয়নি কলকাতা। প্রথম ৬ ওভারে রাজস্থান ১ উইকেটে ৩৮ রানের বেশি করতে পারেনি।
দুই, এ বারের আইপিএলে সব থেকে ভাল ফর্মে যিনি রয়েছেন, সেই জস বাটলারকে থিতু হতে দেননি কলকাতার বোলাররা। ১০ ওভারের মধ্যেই বাটলারের উইকেট তুলে নেয় কলকাতা। বল করতে এসেই টিম সাউদি ফেরান তাঁকে। ২৫ বলে ২২ রানের বেশি করতে পারেননি এখনও পর্যন্ত এই আইপিএলে সব থেকে বেশি রান করা বাটলার।
তিন, কলকাতার সব বোলারই ভাল বল করেন। সেরা ছিলেন উমেশ যাদব ও সুনীল নারাইন। দু’জনের আট ওভারে মাত্র ৪৩ রান ওঠে।
চার, রান তাড়া করতে নেমে কলকাতা শুরুতে উইকেট হারালেও রান তোলার গতি সচল রেখেছিল।
পাঁচ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের আগে রিঙ্কু সিংহকে নামানো। ২৩ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে জেতালেন দলকে।