রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
পর পর দু’টি ম্যাচে ফিল্ডিং করলেন না রিঙ্কু সিংহ। শুধু ব্যাট হাতে ছক্কা মারা নয়, রিঙ্কু ফিল্ডিংয়েও দক্ষ। এক সময় তাঁকে ফিল্ডার হিসাবেই খেলাত কলকাতা নাইট রাইডার্স। সেই রিঙ্কু কেন ফিল্ডিং করছেন না? তাঁর কি চোট রয়েছে? নিজেই উত্তর দিলেন রিঙ্কু।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করেন রিঙ্কু। কিন্তু ফিল্ডিং করেননি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও রবিবার ফিল্ডিং করেননি রিঙ্কু। মঙ্গলবার তিনি বলেন, “আমার সামান্য চোট রয়েছে। সেই কারণে ফিল্ডিং করিনি।” তবে সেই চোট খুব বড় নয়। আগামী ম্যাচে রিঙ্কুকে ফিল্ডিং করতে দেখা যাবে।
রাজস্থানের বিরুদ্ধে ৯ বলে ২০ রান করেন রিঙ্কু। সেই ইনিংস শেষবেলায় কেকেআরের রান অনেকটা বাড়িয়ে দেয়। তবে ২২৩ রান তোলার নেপথ্যে মূল কাণ্ডারি ছিলেন সুনীল নারাইন। রিঙ্কু বলেন, “নারাইনের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি আমি। ও এখন অনেক শান্ত। আগে প্রতি বলেই ব্যাট চালাত। এখন সেটা করে না। বল বুঝে খেলার চেষ্টা করে। ওর ব্যাটিংয়ের মধ্যে একটা ভাবনাচিন্তা রয়েছে। সেই সঙ্গে নেটেও খুব পরিশ্রম করছে নারাইন।”
২২৩ রান তুলেও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। জস বাটলার শতরান করেন। তিনিই ম্যাচ জেতান রাজস্থান রয়্যালসকে। শেষ ৬ ওভারে ৯৬ রান তোলে রাজস্থান। হারের মুখ থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বাটলার।