শতরানের পর সুনীল নারাইন এবং জস বাটলার। ছবি: পিটিআই এবং এক্স।
ইডেনে আইপিএলের ম্যাচে দুই ইনিংসে দু’টি শতরান। প্রথমটি কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইনের। দ্বিতীয়টি করেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। সেই দুই শতরানে তৈরি হল একাধিক নজির।
প্রথম শতরান
সুনীল নারাইন জীবনে প্রথম বার শতরান করলেন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এই প্রথম শতরান এল তাঁর ব্যাট থেকে।
তৃতীয় শতরান
আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের এটি তৃতীয় শতরান। প্রথম শতরানটি করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। দ্বিতীয় শতরানটি করেছিলেন বেঙ্কটেশ আয়ার। এ বার শতরান করলেন নারাইন।
রান তাড়া করতে নেমে তৃতীয় শতরান করলেন জস বাটলার। টপকে গেলেন বিরাট কোহলি এবং বেন স্টোকসকে। আইপিএলে তাঁরা দু’জন দু’টি করে শতরান করেছিলেন। রান তাড়া করতে নেমে সেই তালিকায় নাম ছিল বাটলারেরও। কিন্তু এ বার তিনি টপকে গেলেন বাকিদের।
সপ্তম শতরান
আইপিএলে সাতটি শতরান করে ফেললেন বাটলার। বিদেশিদের মধ্যে সব থেকে বেশি শতরান এল তাঁর ব্যাট থেকেই। ক্রিস গেলকে টপকে গেলেন তিনি। গেলের ছ’টি শতরান ছিল। সেই নজির ভেঙে দিলেন বাটলার। তবে আইপিএলে সব থেকে বেশি শতরান করেছেন বিরাট কোহলি। আটটি শতরান করেছেন তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।