— প্রতীকী চিত্র।
আইপিএলের এক মাস হয়ে গিয়েছে। বেগনি টুপির দৌড়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা। আটটি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৩টি উইকেট। এ বারের আইপিএলে বেগনি টুপি জেতার দৌড়ে আর কারা প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন দেখে নেওয়া যাক।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহাল। আটটি ম্যাচ খেলে তিনিও ১৩টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি বেশি রান খরচ করায় চহাল রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে উঠে এসেছেন পঞ্জাব কিংসের হর্ষল পটেল। তিনিও আটটি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি রান খরচের নিরিখে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। তিনি ছ’টি ম্যাচ খেলে নিয়েছেন ১২টি উইকেট। পঞ্চম স্থানে সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। তাঁরও ছ’টি ম্যাচ খেলে সংগ্রহে ১২টি উইকেট। ওভার প্রতি বেশি রান দেওয়ায় কুলদীপের পরে রয়েছেন।
প্রথম পাঁচে নেই কোনও বিদেশি বোলার। নেই কলকাতার কেউও। বেগনি টুপির দৌড়ে ষষ্ঠ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁ হাতি জোরে বোলার সাতটি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছেন। সপ্তম স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের জেরাল্ড কোয়েৎজে। তিনিও ১২টি উইকেট নিয়েছেন আটটি ম্যাচ খেলে। ওভার প্রতি রান দেওয়ার নিরিখে ক্রমতালিকায় জায়গা পেয়েছেন তাঁরা। অষ্টম স্থানে চেন্নাইয়ের আর এক বিদেশি বোলার মাতিশা পাতিরানা। পাঁচটি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১১টি উইকেট। পঞ্জাব কিংসের সাম কারেনও ১১টি উইকেট নিয়েছেন আটটি ম্যাচ খেলে। ওভার প্রতি বেশি রান দেওয়ায় ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন নবম স্থানে। বেগনি টুপির দৌড়ে দশম স্থানে রয়েছেন পঞ্জাবের আর এক বিদেশি বোলার। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা আটটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন।
কেকেআরের কেউ নেই প্রথম ১০ জনের মধ্যে। কলকাতার ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি উইকেট সুনীল নারাইনের ওয়েস্ট ইন্ডিজ়ের অভিজ্ঞ অলরাউন্ডার সাতটি ম্যাচ খেলে ৯টি উইকেট পেয়েছেন এখনও পর্যন্ত।