শুভমন গিল। — ফাইল চিত্র।
কয়েক দিনের মধ্যে ঘোষণা হবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। ১৫ জনের দলে কারা থাকবেন, তা নিয়ে চলছে জল্পনা। অথচ শুভমন গিলের ভাবনায় এখন বিশ্বকাপের জায়গা নেই। জাতীয় দলের সুযোগ নিশ্চিত করার কথা ভেবে আইপিএলে খেলতেও চান না তিনি। তাঁর অগ্রাধিকার এখন গুজরাত টাইটান্স।
আইপিএলে এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে ৩০৪ রান করেছেন শুভমন। গড় ৩৮। রানের মধ্যে থাকলেও এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছেন না শুভমন। তাঁর পরিষ্কার কথা, আইপিএলের সময় বিশ্বকাপ নিয়ে ভাবলে গুজরাত টাইটান্সের প্রতি অবিচার করবেন। গুজরাত অধিনায়ক বলেছেন, ‘‘ভারতের হয়ে খেলা সব থেকে বড়। কিন্তু এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করলে গুজরাত টাইটান্সের প্রতি অবিচার হবে। নিজের প্রতিও সুবিচার করতে পারব না। কারণ এই মুহূর্তে গুজরাতই আমার দল।’’ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে শুভমন বলেছেন, ‘‘আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নির্বাচিত করা হলে হবে। এখন আমার লক্ষ্য আইপিএল। এখন একটাই চিন্তা। তা হল কী ভাবে আমার দলের (গুজরাত) সেরা পারফরম্যান্স তুলে করা যায়। দলের জন্য সেরা পারফর্ম করাও আমার লক্ষ্য। সতীর্থদের সব রকম ভাবে সাহায্য করতে চাই।’’ শুভমন বুঝিয়ে দিয়েছেন, এখন আইপিএল ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না।’’
তা হলে কি বিশ্বকাপ খেলার ইচ্ছা নেই আপনার? শুভমন বলেছেন, ‘‘অবশ্যই আছে। বিশ্বকাপের দলে থাকতে চাই এবং খেলতে চাই। সর্বোচ্চ পর্যায় দেশের প্রতিনিধিত্ব অবশ্যই করতে চাই আমি। টি-টোয়েন্টি ক্রিকেটে এর থেকে বড় মঞ্চ আর কী হতে পারে? গত বছর বিশ্বকাপ খেলেছি। বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আর একটা বিশ্বকাপ খেলার সুযোগ পেলে দুর্দান্ত হবে। তবে এত আগে থেকে বিশ্বকাপ নিয়ে ভাবতে চাইছি না।’’
গত বছর আইপিএলে কমলা টুপি জিতেছিলেন শুভমন। করেছিলেন ৮৯০ রান। এ বারেও ফর্মে রয়েছেন। তবু বিশ্বকাপের দলে জায়গা না পেলে হতাশ হবেন না বলে জানিয়েছেন। শুভমন বলেছেন, ‘‘গত মরসুমে প্রায় ৯০০ রান করেছিলাম। আশা করি, আমাকে সুযোগ দেওয়া হবে। যদি সুযোগ নাও পাই, তা হলেও দলের সবার প্রতি আমার শুভেচ্ছা থাকবে।’’
শুভমন ব্যক্তিগত লক্ষ্য সামনে রেখে আইপিএল খেলতে চান না। গুজরাত টাইটান্সের স্বার্থই তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে। আস্থা রয়েছে জাতীয় নির্বাচকদের প্রতিও। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও ভেঙে পড়বেন না তরুণ ব্যাটার। উল্লেখ্য, এ বার আইপিএলে গুজরাতকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন।