ভারতীয় ক্রিকেটার আবার দলে ফিরুন, চাইছেন হার্দিক। — ফাইল চিত্র
আইপিএলের প্রথম ম্যাচেই মাতিয়ে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। অল্পের জন্যে শতরান হাতছাড়া করেন। তাঁর ৯২ রানের ইনিংস সত্ত্বেও জিততে পারেনি চেন্নাই সুপার কিংস। তবে ম্যাচের পর বিপক্ষ অধিনায়কের ভূয়সী প্রশংসা পেলেন রুতুরাজ। গুজরাত টাইটান্স নেতা হার্দিক পাণ্ড্য জানিয়ে দিলেন, রুতুরাজকে ভারতীয় দলে আবার দেখতে চান তিনি।
পাণ্ড্যের কথায়, “ও এমন কিছু শট খেলেছে যেখানে বোলারদের কিছু করার ছিল না। অসাধারণ কিছু শট মেরে ও। সম্পূর্ণ কৃতিত্ব ওরই। যে ভাবে খেলছে তাতে ভারতীয় দলের হয়েও আগামী দিনে দারুণ কিছু করে দেখাবে। ওর খেলার মধ্যে ইতিবাচক একটা ব্যাপার রয়েছে। আশা করি সময় এলে ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকে ওর পাশে দাঁড়াবে।”
২০২১-এর জুলাই অভিষেক হওয়ার পরে ৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন রুতুরাজ। ১৩৫ রান করেছেন তিনি। ২০২২ সালে একটি এক দিনের ম্যাচও খেলেছেন। হার্দিকের মতে, রুতুরাজ যে ভাবে খেলছিলেন শুক্রবার, তাতে যে কেউ এ ধরনের ব্যাটারকে বল করতে ভয় পাবে।
হার্দিক বলেছেন, “আমরা সবাই জানি রুতুরাজ কী রকম ক্রিকেটার। একসময় তো দেখে মনে হচ্ছিল চেন্নাই ২২০-২৩০ তুলে দেবে। কোথায় রুতুরাজকে বল করব সেটাই বুঝতে পারছিলাম না। একসময় মনে হচ্ছিল ও আউটই হবে না। সত্যিকারের অলরাউন্ড ক্রিকেটার ও। কারণ এমন বলে ও মেরেছে যেগুলোকে মোটেই খারাপ বল বলা যাবে না। ভাল বলেও দুর্দান্ত সব শট মেরেছে ও। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। বিপক্ষ দলের নেতা হিসাবে আমার কাজটা অনেক কঠিন হয়ে গিয়েছিল।”