হারের পর কলকাতার ডাগআউটে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ছবি: আইপিএল
শেষ রক্ষা হল না। এ বারের আইপিএলের শুরুটা হার দিয়েই হল কলকাতা নাইট রাইডার্সের। মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস নিয়মে সাত রানে হেরে গেল তারা। নীতীশ রানার দল শনিবার অনেকগুলি জায়গাতেই ভুল করেছে। কলকাতার হারের পাঁচ কারণ তুলে ধরল আনন্দবাজার অনলাইন:
১) শনিবার বোলার আন্দ্রে রাসেলকে ব্যবহারই করল না কলকাতা। তাঁর কোনও চোট রয়েছে কিনা, সেটা এখনও জানা যায়নি। কিন্তু মাঝের দিকে ওভারে রাসেল যথেষ্ট সক্রিয়। সেই জায়গায় তাঁকে ব্যবহার করতেই পারতেন নীতীশ রানা।
২) প্রথম থেকেই কলকাতার জোরে বোলাররা ব্যর্থ। প্রথমে পঞ্জাবের প্রভসিমরন গিল এবং পরে ভানুকা রাজাপক্ষ যথেচ্ছ পিটিয়েছেন কলকাতার জোরে বোলারদের। উমেশ যাদব, টিম সাউদি বা শার্দূল ঠাকুর, কেউই দাঁড়াতে পারেননি। শুরুর দিকে ধারাবাহিক ভাবে উইকেট তুলতে পারেনি কলকাতা।
৩) ব্যাটিং অর্ডারেও বড়সড় গাফিলতি ধরা পড়েছে। কেন আন্দ্রে রাসেলকে এত পরে নামানো হল? বেঙ্কটেশ আয়ারকে যদি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানোই হবে, তা হলে তাঁকে দিয়ে ওপেন করানো হল না কেন?
৪) অনুকূল রায়কে দলে নেওয়ার অর্থ বোধগম্য হল না। ঘরোয়া ক্রিকেটেও তিনি কতটা নিয়মিত, সেটা নিয়ে সন্দেহ রয়েছে। অতীতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেললেও আইপিএলে খেলার মতো এখনও যে তৈরি হতে পারেননি, সেটা প্রথম ম্যাচে দেখে বোঝা গিয়েছে।
৫) দু’দলের বিদেশিদের ফারাক কলকাতার হারের আরও একটি কারণ। পঞ্জাবের চার বিদেশিই দলে অবদান রেখেছেন। পঞ্জাবের ভানুকা রাজাপক্ষ, সিকান্দার রাজা, স্যাম কারেন বা নাথান এলিস, সবাই নিজেদের মতো করে অবদান রেখেছেন। কিন্তু কলকাতার হয়ে ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল ছাড়া কেউই নজর কাড়তে পারলেন না।