৪ ওভার বল করে ৪০ রান দিলেন চহাল। সেই সঙ্গে হ্যাটট্রিক-সহ তুলে নিলেন পাঁচটি উইকেট। এক ওভারেই নিলেন চার উইকেট। সেই ওভারটাই শেষ করে দিল কলকাতার জয়ের আশা। এর আগে অল্পের জন্য হ্যাটট্রিক ফস্কেছিলেন চহাল। সেই নিয়ে আক্ষেপও করেছিলেন তিনি। সোমবার সব আক্ষেপ মিটে গেল তাঁর। সাদা বলের ক্রিকেটে তাঁর ঘূর্ণি সামলানো যে ব্যাটারদের কাছে কতটা কঠিন সেটাই বুঝিয়ে দিলেন ভারতীয় স্পিনার।
ছবি: আইপিএল
৭ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। উত্তেজনার ম্যাচে শেষ ওভার পর্যন্ত কে জিতবে বোঝা যাচ্ছিল না। সেই ম্যাচে আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা যুজবেন্দ্র চহাল।
৪ ওভার বল করে ৪০ রান দিলেন চহাল। সেই সঙ্গে হ্যাটট্রিক-সহ তুলে নিলেন পাঁচটি উইকেট। এক ওভারেই নিলেন চার উইকেট। সেই ওভারটাই শেষ করে দিল কলকাতার জয়ের আশা। এর আগে অল্পের জন্য হ্যাটট্রিক ফস্কেছিলেন চহাল। সেই নিয়ে আক্ষেপও করেছিলেন তিনি। সোমবার সব আক্ষেপ মিটে গেল তাঁর। সাদা বলের ক্রিকেটে তাঁর ঘূর্ণি সামলানো যে ব্যাটারদের কাছে কতটা কঠিন সেটাই বুঝিয়ে দিলেন ভারতীয় স্পিনার।
এক ওভারে চহাল ফিরিয়ে দেন বেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, শিবম মাভি এবং প্যাট কামিন্সকে। ১৭৮ রানে ৪ উইকেট থেকে হঠাৎ করেই কলকাতার স্কোর হয়ে যায় ১৮০/৮। দ্রুত রান তুলছিলেন শ্রেয়সরা। ম্যাচ জিতেও জেতে পারত কলকাতা। কিন্তু সেটা হতে দিলেন না চহাল।