মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরে শ্রেয়স জানিয়েছিলেন, প্রথম একাদশ তৈরি করার ক্ষেত্রে তাঁর ও কোচ ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে সিইও বেঙ্কিও সমান ভাবে যুক্ত থাকেন। এই কথার পরেই সমর্থকদের তরফে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, এক জন সিইও কেন দল গঠনে মতামত দেন।
হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের আশা টিকে শ্রেয়সদের ফাইল চিত্র
৫৪ রানের বড় ব্যবধানে জিতেছে দল। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের আশা এখনও টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু ম্যাচ জেতার পরেও নাইট অধিনায়ক শ্রেয়স আয়ারের মুখে কলকাতার সিইও বেঙ্কি মাইসোরের প্রসঙ্গ। আগের ম্যাচে তিনি কেন বেঙ্কির নাম নিয়েছিলেন সে কথা পরিষ্কার করলেন শ্রেয়স।
ম্যাচ জেতার পরে শ্রেয়সকে বেঙ্কির প্রসঙ্গে কোনও প্রশ্ন করা হয়নি। তিনি নিজেই সেই প্রসঙ্গ এনে বলেন, ‘‘আমি একটা কথা পরিষ্কার করতে চাই। আমি বলতে চেয়েছিলাম, যে ক্রিকেটার দলে সুযোগ পায় না তাকে বোঝানোর জন্য সিইও থাকে। কারণ প্রথম একাদশ গড়তে আমাদের অনেক সমস্যা হয়। আমি সেই কারণেই ওর নাম নিয়েছিলাম।’’
আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরে শ্রেয়স জানিয়েছিলেন, প্রথম একাদশ তৈরি করার ক্ষেত্রে তাঁর ও কোচ ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে সিইও বেঙ্কিও সমান ভাবে যুক্ত থাকেন। এই কথার পরেই সমর্থকদের তরফে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, এক জন সিইও কেন দল গঠনে মতামত দেন। তা হলে কি কলকাতা শিবিরের ভিতরে সব কিছু ঠিক নেই। দলের খারাপ ফলের জন্য বেঙ্কি দায়ী বলেও মন্তব্য করেন অনেকে। সমালোচনার মধ্যে নিজের সাফাই দেন বেঙ্কি। এ বার ব্যাখ্যা দিলেন শ্রেয়স।
মরণ-বাঁচন ম্যাচের আগে কী পরিকল্পনা করে নেমেছিলেন তাও জানান শ্রেয়স। তিনি বলেন, ‘‘আমাদের কিছু হারানোর নেই। তাই সবাই ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। আমি সবাইকে বলেছিলাম, এখনও আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে এই ম্যাচে সবাই নিজেদের সেরাটা দিয়েছে। এই উইকেটে টসে জেতা খুব দরকার ছিল। রাসেল খুব ভাল খেলেছে। বোলাররাও ভাল বল করেছে। যা পরিকল্পনা করেছিলাম তা কাজে লেগেছে।’’