IPL 2022

IPL 2022: নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলল কলকাতা, ব্যাটে-বলে অনবদ্য বেঙ্কটেশ

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রেয়সের দল করে ২০৪ রান। ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন বেঙ্কটেশ। অনুশীলন ম্যাচ বলে জয় পরাজয়ের হিসেব করেনি কলকাতা। ২০ ওভারে যত ক্ষণ ব্যাট করা যায় সেই চেষ্টাই ছিল তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১০:২২
Share:

৪ ওভার বল করে ৩২ রান দিয়ে তিন উইকেট নেন বেঙ্কটেশ। —ফাইল চিত্র

অনুশীলন ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মধ্যেই দু’টি দলে ভাগ হয়ে গিয়ে খেলা হল সেই অনুশীলন ম্যাচ। কলকাতা দলের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী একটি দলের নাম ছিল টিম গোল্ড, অন্যটি টিম পার্পেল।

টিম গোল্ডকে নেতৃত্ব দিচ্ছিলেন শ্রেয়স আয়ার। সেই দলে ছিলেন বেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক রহাণে, নীতীশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেলরা। অন্য দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন শেল্ডন জ্যাকসন। সেই দলে ছিলেন রিঙ্কু সিংহ, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নেরা। প্রথমে ব্যাট করে জ্যাকসনরা ১৭৫ রান তোলে। ২৫ বলে ৪৪ রান করেন রিঙ্কু। জ্যাকসন করেন ৩২ রান। পাঁচ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলেন তাঁরা। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে তিন উইকেট নেন বেঙ্কটেশ।

Advertisement

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রেয়সের দল করে ২০৪ রান। ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন বেঙ্কটেশ। অনুশীলন ম্যাচ বলে জয় পরাজয়ের হিসেব করেনি কলকাতা। ২০ ওভারে যত ক্ষণ ব্যাট করা যায় সেই চেষ্টাই ছিল তাদের।

এই অনুশীলন ম্যাচের মধ্যে দিয়ে প্রথম একাদশকে দেখে নেওয়ার চেষ্টা ছিল কলকাতা দলের। একটি দলে শ্রেয়সরা ছিলেন ব্যাটিং নির্ভরতা বাড়াতে। অন্য দলটিতে ছিলেন বরুণ, উমেশের মতো বোলাররা।

Advertisement

মেন্টর ডেভিড হাসি বুধবার জানিয়ে দিয়েছেন অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সদের প্রথম পাঁচ ম্যাচে পাওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement