Andrew Tye

Andrew Tye: চোট পেয়ে ছিটকে যাওয়া মার্ক উডের পরিবর্তের নাম ঘোষণা করল লখনউ

চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া মার্ক উডের পরিবর্ত অবশেষে খুঁজে পেল লখনউ সুপার জায়ান্টস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ২১:১০
Share:

টাইকে সই করাল লখনউ ফাইল ছবি

চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া মার্ক উডের পরিবর্ত অবশেষে খুঁজে পেল লখনউ সুপার জায়ান্টস। বুধবার তারা অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাইকে পরিবর্ত ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে। খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

Advertisement

এ মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার সময় চোট পান উড। প্রথমে ভাবা হয়েছিল তিনি আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না। পরে জানা যায়, গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন তিনি। প্রথম তাঁর জায়গায় বাংলাদেশের তাসকিন আহমেদকে নেওয়ার চেষ্টা করেছিল লখনউ। কিন্তু তিনি বোর্ডের ছাড়পত্র পাননি। পরে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তিনি নেট বোলার হিসেবে যোগ দিচ্ছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৩২টি টি-টোয়েন্টি খেলে ৪৭টি উইকেট পেয়েছেন টাই। আইপিএলে ২৭টি ম্যাচ খেলে ৪০ উইকেট নিয়েছেন। ১ কোটি টাকায় তিনি লখনউয়ে যোগ দিয়েছেন তিনি। এর আগে আইপিএলে তিনি চেন্নাই, গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement