IPL 2022

Jersey: গিনেস বুকে নাম তুলে ফেলল আইপিএল

ফাইনাল শুরুর আগেই বিশ্বরেকর্ড আইপিএলের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বৃহত্তম ক্রিকেট জার্সি প্রদর্শিত হল। স্বীকৃতি দিল গিনেস বুক কর্তৃপক্ষও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ২১:১৯
Share:

বিশ্বের বৃহত্তম ক্রিকেট জার্সি। ছবি: টুইটার

আইপিএল ফাইনালে খেলা শুরু হওয়ার আগেই বিশ্বরেকর্ড। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখা গেল বিশ্বের বৃহত্তম ক্রিকেট জার্সি।

Advertisement

বিশাল জার্সির উপরে ডান দিকে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতীক। নিচের দিকে রয়েছে আইপিএলের দশটি দলের প্রতীক। মাঝে বড় করে লেখা রয়েছে ১৫তম আইপিএল। রয়েছে ভারতের জাতীয় পতাকার রঙ এবং আইপিএলের সঙ্গে মানানসই নক্সাও। জার্সিটি লম্বায় ৬৬ মিটার এবং চওড়ায় ৪৪ মিটার। উদ্বোধনী অনুষ্ঠানেই প্রদর্শিত হল বিশাল মাপের জার্সিটি। মাঠের মাঝে বিছিয়ে রাখা হয় সেটি।

বিশ্বের বৃহত্তম জার্সি এটাই। এ দিনই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের হাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র তুলে দেওয়া হয় জার্সিটির জন্য। বিশাল জার্সিটির ভিডিয়ো নেটমাধ্যমে দেওয়া হয়েছে আইপিএলের তরফ থেকে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement