IPL 2022

IPL 2022: বিরাটের সঙ্গে বড় পরীক্ষা আরসিবিরও

থম আইপিএলে সবাইকে চমকে দিয়ে গুজরাত টাইটান্স গ্রুপের শেষ ম্যাচের আগেই লিগ টেবিলের এক নম্বর জায়গা নিশ্চিত করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০৮:৩০
Share:

ফাইল চিত্র।

এ বারের আইপিএলে আজ, বৃহস্পতিবারই কি শেষ ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি?

Advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-গুজরাত টাইটান্স দ্বৈরথের আগে এটাই এখন প্রশ্ন ক্রিকেটমহলে। লিগ শীর্ষে থাকা গুজরাতের কাছে হারলেই শেষ হয়ে যাবে কোহলিদের অভিযান। আরসিবির নেট রানরেট অত্যন্ত খারাপ। -০.৩২৩। ১৪ পয়েন্ট পেয়েও প্লে-অফে যাওয়া সম্ভব নয়। জিতলেও নিশ্চিত করে বলা যাবে না, প্লে-অফের ছাড়পত্র পাওয়া গিয়েছে। শেষ ম্যাচে দিল্লি যদি জিতে যায়, তা হলে ভাল নেট রানরেট থাকায় প্লে-অফে উঠবেন ঋষভ পন্থরা। তাই গুজরাতকে বিশাল ব্যবধানে হারিয়ে নেট রানরেট ভাল করতে হবে ফ্যাফ ডুপ্লেসিদের।

আরও এক প্রশ্ন বড় হয়ে উঠেছে। কোহলি কি শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারবেন এই আইপিএলে? পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুরুটা দারুণ করেও কোহলি ২০ রান করে ফিরে যান। মাঝের দিকে কেউ ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন না। শেষ দিকে চাপ পড়ে যাচ্ছে দীনেশ কার্তিকের উপরে।

Advertisement

প্রথম আইপিএলে সবাইকে চমকে দিয়ে গুজরাত টাইটান্স গ্রুপের শেষ ম্যাচের আগেই লিগ টেবিলের এক নম্বর জায়গা নিশ্চিত করেছে। প্রথম দিকে বোলিং আক্রমণ সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা নিলেও শেষ দিকে এসে গুজরাত ওপেনাররাও ভাল খেলছেন। ঋদ্ধিমান সাহা ওপেন করার পরে প্রথম ছ’ওভারে দ্রুত রান তুলছে তারা। তবে হার্দিক পাণ্ড্যের ফর্ম চিন্তায় রাখবে গুজরাত ভক্তদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement