—ফাইল চিত্র
টানা চার ম্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের। ম্যাচ শেষে শ্রেয়স আয়ার বলছিলেন ম্যাচের আগে যে পরিমাণ উদ্দীপনা তাঁদের মধ্যে ছিল তা মাঠের মধ্যে প্রকাশ করতে পারেননি। আন্দ্রে রাসেল বল এবং ব্যাট হাতে শেষ বেলায় চেষ্টা করছিলেন কিন্তু তাতেও জয় এল না।
কলকাতার হারের পর শ্রেয়স বলেন, ‘‘ম্যাচের আগে উত্তেজনায় ফুটছে ছেলেরা, মাঠে নামলেই চুপসে যাচ্ছে। শেষ তিনটি ম্যাচ আমরা জয়ের খুব কাছ থেকে হেরেছে।’’ শনিবার শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। প্রথম বলটাই বাউন্ডারির বাইরে পাঠান আন্দ্রে রাসেল। কিন্তু তার পরের বলেই আউট হয়ে যান তিনি। শেষ চার বলে ১২ রান তোলা সম্ভব হয়নি রাসেলহীন কলকাতার।
শ্রেয়স বলেন, ‘‘পাওয়ার প্লে-তে আমরা অনেক বেশি রান দিয়ে ফেলেছি। ওই পরিস্থিতিতে অত রান দেওয়া ঠিক হয়নি। ১৬০-১৬৫ রান তাড়া করে জেতা সম্ভব ছিল। আমরা ওদের তার কমেই আটকে দিতে পেরেছিলাম।’’
৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে কলকাতা। টানা চার ম্যাচে হারের পর বেশ বিপাকে দল।