KKR

KKR: পাঁচ কারণ: কেন গুজরাত টাইটান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স

গুজরাত টাইটান্সের কাছে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পাঁচ কারণ বিশ্লেষণ করল আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২০:০২
Share:

আউট হওয়ার পরে শিবম মাভি। ছবি: আইপিএল

আবার হারল কলকাতা। এ বার গুজরাতের কাছে। পরপর চারটি ম্যাচে হারল কেকেআর। কেন হারল কলকাতা, কারণ বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

এক, কলকাতা নাইট রাইডার্স শুরুতে শুভমান গিলকে ফিরিয়ে গুজরাত টাইটান্সকে ধাক্কা দিলেও দ্বিতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন হার্দিক পাণ্ড্য ও ঋদ্ধিমান সাহা। ১০ ওভারে ৭৮ রান তুলে ফেলে গুজরাত।

Advertisement

দুই, শিবম মাভি, বরুণ চক্রবর্তী প্রচুর রান দেন। মাভির চার ওভারে ওঠে ৩৬ রান, বরুণ তিন ওভারে দেন ২৬ রান।

তিন, ফের ওপেনিং জুটির ব্যর্থতা। প্রথম ওভারেই ফিরে যান স্যাম বিলিংস।

Advertisement

চার, রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলকাতা। মাত্র ৩৪ রানে চার উইকেট পড়ে যায়।

পাঁচ, পরপর উইকেট হারাতে থাকায় কলকাতা কখনোই রান তোলার গতি বাড়াতে পারেনি। পাওয়ার প্লে, অর্থাৎ প্রথম ছ’ওভারে মাত্র ৩৪ রান তুলতে পারে কলকাতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement