হায়দরাবাদের বিরুদ্ধে ৯৯ রান করার সঙ্গে সঙ্গে আইপিএলে ৩১ ম্যাচে ১০০০ রান করেছেন রুতুরাজ। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে। ৩১ ম্যাচে ১০০০ রান করেছিলেন তিনি। তার পরে রয়েছেন সুরেশ রায়না। ৩৪ ম্যাচে ১০০০ রান করেন তিনি।
ভাল খেলেন রুতুরাজ ছবি: আইপিএল
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক রানের জন্য শতরান হাতছাড়া করেছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। তার পরেও অবশ্য আইপিএলে নজির গড়েছেন তিনি। দ্রুততম ১০০০ রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে থাকা সচিন তেন্ডুলকরের নজির ছুঁয়েছেন তিনি।
হায়দরাবাদের বিরুদ্ধে ৯৯ রান করার সঙ্গে সঙ্গে আইপিএলে ৩১ ম্যাচে ১০০০ রান করেছেন রুতুরাজ। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে। ৩১ ম্যাচে ১০০০ রান করেছিলেন তিনি। তার পরে রয়েছেন সুরেশ রায়না। ৩৪ ম্যাচে ১০০০ রান করেন তিনি।
চেন্নাইয়ের হয়ে খেললেও রুতুরাজ মুম্বইয়ের ছেলে। সেই অর্থে হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠেই খেলেছেন তিনি। গ্যালারিতে ছিল তাঁর পরিবার। ঘরের মাঠে এ ভাবে খেলতে পারায় খুশি গায়কোয়াড়। তিনি বলেন, ‘‘পরিবারের সামনে ভাল খেলতে পেরে খুব খুশি। শতরান হাতছাড়া করায় খারাপ লাগছে। তবে দলের জয়ের কাজে লাগতে পারায় খুশি।’’