IPL 2022

IPL 2022: টানা পাঁচ ম্যাচে হারের পরে দলে বিদেশি অলরাউন্ডার! কী কী বদল হতে পারে কেকেআরে

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে শ্রেয়স আয়ারদের। ফলে দলে কিছু বদল হতে পারে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০২২ ১০:২৬
Share:
০১ ১২

টানা পাঁচ ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে শ্রেয়স আয়ারদের। ফলে দলে কিছু বদল হতে পারে। কী হতে পারে কলকাতার সম্ভাব্য একাদশ?

০২ ১২

বেঙ্কটেশ আয়ার: এ বারের আইপিএলে ৯ ম্যাচে মাত্র ১৩২ রান করেছেন বেঙ্কটেশ। কিন্তু তার পরেও ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement
০৩ ১২

অজিঙ্ক রহাণে: ওপেনার হিসাবে ব্যর্থ হয়েছেন ফিঞ্চ। তাঁর জায়গায় ফিরতে পারেন রহাণে।

০৪ ১২

শ্রেয়স আয়ার: কলকাতার সব থেকে ভাল ব্যাটার। তাঁর উপরে নির্ভর করবে দল বড় রান করতে পারবে কি না।

০৫ ১২

নীতীশ রানা: আগের ম্যাচে ভাল খেলেছিলেন। কলকাতার মিডল অর্ডারে শ্রেয়সের সঙ্গে ভাল খেলতে হবে তাঁকেও।

০৬ ১২

বাবা ইন্দ্রজিৎ: আগের ম্যাচেই অভিষেক হয়েছে। রান না পেলেও তাঁকে ফের দেখা যেতে পারে উইকেটের পিছনে।

০৭ ১২

রিঙ্কু সিংহ: এখনও পর্য়ন্ত যে কয়েকটি ম্যাচে খেলেছেন ভাল দেখিয়েছে এই তরুণ ব্যাটারকে। ফিল্ডার হিসাবেও খুব ভাল রিঙ্কু।

০৮ ১২

মহম্মদ নবি: এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলেননি। কিন্তু তাঁকে দলে রাখতে পারে কলকাতা। তা হলে ব্যাটিং ও বোলিং দুটোই শক্তিশালী হবে।

০৯ ১২

আন্দ্রে রাসেল: ব্যাট হাতে ফের জ্বলে উঠতে হবে রাসেলকে। সেই সঙ্গে বল হাতে ডেথ ওভারে দেখা যেতে পারে তাঁকে।

১০ ১২

সুনীল নারাইন: এই মরসুমে কলকাতার অন্যতম সফল বোলার। তাঁর চার ওভার ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

১১ ১২

উমেশ যাদব: কলকাতার অন্যতম সফল বোলার। পাওয়ার প্লে-তে উইকেট তুলতে তাঁর দিকে তাকিয়ে থাকবেন শ্রেয়সরা।

১২ ১২

টিম সাউদি: উমেশের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে সাউদিকে। দুই বোলার ছন্দে থাকলে ভাল খেলবে দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement