রোহিত শর্মা। ফাইল ছবি।
আইপিএলে প্রথম তিন ম্যাচেই হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য আত্মবিশ্বাস হারাচ্ছেন না। আতঙ্কিত হওয়ারও কিছু নেই বলেই মনে করছেন তিনি।
গত বছর আইপিএলে প্লে অফ পর্যায় উঠতে পারেনি মুম্বই। এ বারেও রোহিতরা শুরু করেছেন হতাশজনক ভাবে। পাঁচ বারের চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবলের নবম স্থানে রয়েছে। গত বুধবার কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স প্রায় একার হাতেই ম্যাচ বের করে নিয়েছেন। টানা ব্যর্থতার জন্য রোহিত অবশ্য দলের কাউকে দোষারোপ করতে চান না।
রোহিত বলেছেন, ‘‘আমরা কাউকে ব্যক্তিগত ভাবে দোষারোপ করতে পারি না। দায় আমাদের সকলের। আমরা সকলেই হেরেছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘সকলের মধ্যেই একটা মরিয়া ভাব কাজ করছে। মরিয়া ভাবটাই ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায়। কারণ এখানে বিভিন্ন প্রতিপক্ষ রয়েছে। সকলেই আলাদা। সব দলই বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা নেয়। আমাদের শুধু ওদের থেকে এগিয়ে থাকতে হবে। আমাদের সকলের উপরে থাকতে হবে। এটা আমরা তখনই করতে পারব যখন সকলে আরও খিদে অনুভব করব। সকলে ব্যাট এবং বল হাতে আরও একটু মরিয়া হব।’’
আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি বলেই মনে করছেন মুম্বই অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘সত্যি কথা বলতে আমরা প্রতিভা, ক্ষমতা সব কিছু নিয়েই আলোচনা করি। কিন্তু মাঠে সেই মরিয়া ভাব বা খিদেটা দেখানোই আসল। কোনও প্রতিপক্ষই আমাদের হাতে জয় তুলে দেবে না। সকলেই চাইবে আমাদের থেকে জয় ছিনিয়ে নিতে। আমাদেরও ঠিক এই কাজটাই করতে হবে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে।’’
কঠিন পরিস্থিতিতে সতীর্থদের পাশে থাকতে চান রোহিত। সতীর্থদের প্রতি তার বার্তা, আরও একসঙ্গে থাকার। আরও সঙ্ঘবদ্ধ হওয়ার। একতার বলই দলকে ছন্দে ফেরাবে বলে বিশ্বাস মুম্বই অধিনায়কের।