এক দিনের ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন বাবর। এ বার সর্বকালের তালিকায় সচিনকে টপকে গেলেন। সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের জাহির আব্বাস। সাত নম্বরে রয়েছেন জাভেদ মিঁয়াদাদ। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী রয়েছেন ছ’নম্বরে। এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ভিভ রিচার্ডস। তাঁর সংগ্রহ ৯৩৫ পয়েন্ট।
—ফাইল চিত্র
এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকায় ১৫ নম্বরে উঠে এলেন বাবর আজম (৮৯১)। পাকিস্তানের অধিনায়ক টপকে গেলেন সচিন তেন্ডুলকরকেও (৮৮৭)। দু’জনের মধ্যে ব্যবধান চার পয়েন্টের।
সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজে তিনটি এক দিনের ম্যাচের মধ্যে দু’টিতে শতরান করেছেন বাবর। অস্ট্রেলিয়াকে সেই সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় পাকিস্তান। তিনটি ইনিংসে বাবরের সংগ্রহ ২৭৬ রান। তিনটি টেস্টে বাবর করেন ৩৯০ রান।
এক দিনের ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন বাবর। এ বার সর্বকালের তালিকায় সচিনকে টপকে গেলেন। সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের জাহির আব্বাস। সাত নম্বরে রয়েছেন জাভেদ মিঁয়াদাদ। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী রয়েছেন ছ’নম্বরে। এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ভিভ রিচার্ডস। তাঁর সংগ্রহ ৯৩৫ পয়েন্ট।
পাকিস্তানের সব ধরনের ক্রিকেটে অধিনায়ক বাবর। ২০১৫ সালে এক দিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সাত বছরের মধ্যেই সচিনকে টপকে গেলেন তিনি।