Wanindu Hasaranga

IPL 2022: উইকেট পেলেই অভিনব উচ্ছ্বাস, কাকে অনুকরণ করেন কোহলীর দলের হাসরঙ্গ

কেকেআরকে হারাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর চার উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৮:০৬
Share:

হাসরঙ্গ অনুকরণ করেন কাকে ছবি আইপিএল

কেকেআরকে হারাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর চার উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওয়ানিন্দু হাসরঙ্গ বুধবার প্রতিটা উইকেট পাওয়ার পরেই হাতের আঙুলের সাহায্যে অভিনব ভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। কাকে নকল করে সেই উচ্ছ্বাস, তা ম্যাচের পর জানিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার।

Advertisement

আরসিবি-র বিরুদ্ধে ১২৮ রানেই অলআউট হয়ে যায় কেকেআর। তাদের মেরুদণ্ড ভাঙতে অন্যতম ভূমিকা নেন হাসরঙ্গ। ম্যাচের সেরা হয়ে তিনি বলেছেন, “আমি প্রচণ্ড খুশি। মাঠে শিশির পড়ছিল। তখন বল করা কঠিন হয়ে গিয়েছিল। তার মধ্যেই চার উইকেট নিয়েছি। আমার প্রিয় ফুটবলার নেমার। তাই ওকে অনুসরণ করেই উচ্ছ্বাস প্রকাশ করি।”

এ বারের নিলামে দশ কোটিরও বেশি দাম পেয়েছিলেন তিনি। সেই হাসরঙ্গ আরও বলেছেন, “মাঠে নেমে একেবারেই চাপ নিই না। আমার মনে হয় সে কারণেই সাফল্য পাই।” উল্লেখ্য, পঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচে ৪০ রান দিলেও একটি উইকেট পেয়েছিলেন হাসরঙ্গ। তখনও একই রকম ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

Advertisement

বুধবারের ম্যাচে কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ারকে আউট করেন হাসরঙ্গ। এ ছাড়া সুনীল নারাইন, শেল্ডন জ্যাকসন এবং টিম সাউদির উইকেট পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement