কেকেআর-এর বিরুদ্ধে মাত্র ১২৮ রান তাড়া করতে গিয়ে প্রথমে সমস্যায় পড়েছিল আরসিবি। ১৭ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায়। আউট হয়ে যান ডুপ্লেসি ও কোহলী। শেষ পর্যন্ত টান টান খেলা চলতে থাকে। শেষ ওভারে জিততে দরকার ছিল ৭ রান। আন্দ্রে রাসেলের পর পর দু’বলে ছক্কা ও চার মেরে দলকে জিতিয়ে দেন কার্তিক।
কার নাম করলেন ডুপ্লেসি ছবি: টুইটার।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিনিশারের ভূমিকা পালন করেছেন দীনেশ কার্তিক। শেষ দিকে ঠান্ডা মাথায় বেঙ্গালুরুকে জিতিয়েছেন কলকাতার প্রাক্তন অধিনায়ক। কার্তিকের এই গুণের জন্য ম্যাচ শেষে তাঁকে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা করলেন আরসিবি-র অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।
ম্যাচ শেষে কার্তিকের প্রসঙ্গে ডুপ্লেসি বলেন, ‘‘আমরা উইকেট ধরে রেখে খেলার চেষ্টা করছিলাম। শেষ দিকে কার্তিককে রেখেছিলাম ওর অভিজ্ঞতার জন্য। যে কাজের জন্য ওকে রাখা হয়েছিল সেটা ও করে দেখাল। মাথা ঠান্ডা করে দলকে জেতানোর ক্ষেত্রে ধোনির মতোই দায়িত্ব পালন করছে কার্তিক।’’
শুধু ফিনিশারের ভূমিকা পালন করা নয়, অধিনায়কত্বের ক্ষেত্রেও তাঁকে কার্তিক সাহায্য করেন বলে জানিয়েছেন ডুপ্লেসি। তিনি বলেন, ‘‘দলকে সামলাতে আমাকে বিশেষ কষ্ট করতে হয় না। কারণ একটা ভাল দল পেয়েছি। সেই সঙ্গে কোহলী ও কার্তিক আমাকে প্রতিনিয়ত সাহায্য করে। ওদের পরিকল্পনার কথা জানায়। তাতে আমার অনেক সুবিধা হয়।’’
কেকেআর-এর বিরুদ্ধে মাত্র ১২৮ রান তাড়া করতে গিয়ে প্রথমে সমস্যায় পড়েছিল আরসিবি। ১৭ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায়। আউট হয়ে যান ডুপ্লেসি ও কোহলী। শেষ পর্যন্ত টান টান খেলা চলতে থাকে। শেষ ওভারে জিততে দরকার ছিল ৭ রান। আন্দ্রে রাসেলের পর পর দু’বলে ছক্কা ও চার মেরে দলকে জিতিয়ে দেন কার্তিক।