এই হারের ফলে চতুর্থ স্থানে নেমে আসে বেঙ্গালুরু। হায়দরাবাদ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে হায়দরাবাদ। ২০ রানে ৪ উইকেট হারায় বেঙ্গালুরু। ডুপ্লেসি, বিরাট, ম্যাক্সওয়েলের মতো নাম করা ব্যাটারদের হারিয়ে শুরু থেকেই ধুঁকছিল তারা।
ফ্যাফ ডুপ্লেসি। —ফাইল চিত্র
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৯ উইকেটে হার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬৮ রানে অল আউট হয়ে যায় প্রথমে ব্যাট করে। কিন্তু সেটা নিয়ে কোনও আবেগ বা ভাবনা নেই ফ্যাফ ডুপ্লেসির। বিরাট কোহলী রান পাননি। ডুপ্লেসি আউট হয়ে যান ৫ রানে। তার পরেও চিন্তা নেই অধিনায়কের।
ছন্দে থাকা দীনেশ কার্তিকও রান করতে পারেননি শনিবার। সব ব্যাটার এক সঙ্গে ব্যর্থ হওয়ায় লজ্জার হারের মুখে পড়তে হয় আরসিবিকে। ম্যাচ শেষে ডুপ্লেসি বলেন, “এই হার নিয়ে আবেগ দেখানো উচিত নয়। অফিসে একটা খারাপ দিনের মতো এটা। এর থেকে শিক্ষা নিতে হবে। অনেক দিনের প্রতিযোগিতা এটা, আমাদের এগিয়ে যেতে হবে।”
এই হারের ফলে চতুর্থ স্থানে নেমে আসে বেঙ্গালুরু। হায়দরাবাদ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে হায়দরাবাদ। ২০ রানে ৪ উইকেট হারায় বেঙ্গালুরু। ডুপ্লেসি, বিরাট, ম্যাক্সওয়েলের মতো নাম করা ব্যাটারদের হারিয়ে শুরু থেকেই ধুঁকছিল তারা।
ডুপ্লেসি বলেন, “প্রথম চার ওভারে অতগুলো উইকেট হারানো উচিত হয়নি। আমাদের ইনিংস গড়ার দিকে মন দেওয়া উচিত ছিল। রান কিছু কম হলেও সেই জুটি গড়তে হত। যে সময় বল সুইং করছে, সিম করছে, ওই সময়টা দেখে খেলা উচিত ছিল। তার পরেই খেলা সহজ হয়ে গেল।”