Hardik Pandya

IPL 2022: ব্যাটে রান, বল হাতে উইকেট, সব থাকলেও ভারতীয় দলে ফেরার কথা এখনই ভাবছেন না হার্দিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন হার্দিক। এর পর পিঠের চোটের জন্য অনেক দিন মাঠের বাইরে ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১১:৫১
Share:

—ফাইল চিত্র

টানা তিনটি ম্যাচে অর্ধশতরান। এ বারের আইপিএলে প্রথম নেতৃত্ব দিতে নেমে দুরন্ত ছন্দে রয়েছেন হার্দিক পাণ্ড্য। কিন্তু এখনই ভারতীয় দলে ফেরার ভাবনা নেই তাঁর মাথায়। আইপিএলেই মনোযোগ দিতে চান হার্দিক।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি হার্দিক। পরের ম্যাচে মাঠে নেমেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। ম্যাচ শেষে হার্দিক বলেন, “আমার মনে হয় না এটা আমার ফিরে আসা। ফিরে আসা নিয়ে আমি ভাবছিও না। আমি শুধু নিজের খেলার দিকে মন দিতে চাই।”

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন হার্দিক। এর পর পিঠের চোটের জন্য অনেক দিন মাঠের বাইরে ছিলেন তিনি। আইপিএলে গুজরাত দলের অধিনায়ক হয়ে ফিরে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেছেন হার্দিক। এ বারের আইপিএলে মোট রানের তালিকায় দ্বিতীয় স্থানে তিনি। ৬ ম্যাচে ২৯৫ রান করেছেন হার্দিক। নিয়েছেন চারটি উইকেট।

হার্দিক বলেন, “আমি এখন আইপিএল খেলছি। তাই আইপিএল নিয়েই ভাবতে চাই। এর পর ভবিষ্যতে কী হবে সেটা পরে দেখা যাবে। আমার হাতে কিছু নেই। যে দলের হয়ে খেলছি, আমি শুধু সেই নিয়েই ভাবি। আমরা ভাল খেলছি। তাই আমি খুশি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement