Virat Kohli

IPL 2022: একের পর এক ম্যাচে শূন্য করছেন তবু ‘সব কিছু বিরাটের নিয়ন্ত্রণেই আছে’

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করছেন বিরাট ক্লান্ত। প্রচুর পরিশ্রম হয়েছে তাঁর। কিছু দিন বিশ্রাম নেওয়া উচিত। বাঙ্গারের মত আলাদা। তিনি বলেন, “বিরাট যা করছে, তা ওর নিয়ন্ত্রণেই রয়েছে। অনুশীলন করছে, বিশ্রাম নিচ্ছে। নিজের উপর কোনও চাপ তৈরি হতে দিচ্ছে না। ঠিক সময় মতো বিশ্রাম নিচ্ছে ও। এগিয়ে যাওয়ার জন্য সেটা প্রয়োজন।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১০:৩৩
Share:

বিরাটের রানের খরা চলছেই। —ফাইল চিত্র

এ বারের আইপিএলে দ্বিতীয় বার ‘গোল্ডেন ডাক’ করলেন বিরাট কোহলী। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ফের প্রথম বলেই আউট। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও অর্ধশতরান করেননি। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বাঙ্গার বলছেন, “সব কিছু বিরাটের নিয়ন্ত্রণেই আছে।”

বেঙ্গালুরু দলের কোচ সঞ্জয়। দীর্ঘ দিন ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। বাঙ্গার বলেন, “আরসিবি-র হয়ে একটা সময় ধারাবাহিক ভাবে রান করেছে বিরাট। খেলোয়াড়দের জীবনে এরকম কঠিন সময় আসে। মরসুমটা দারুণ ভাবে শুরু করেছিল বিরাট। পুণেতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। কিন্তু এর পর রান আউট হয়ে যায়, একটা বল ব্যাটের কানায় লাগতেই সেটা ফিল্ডারের হাতে চলে যায়।”

Advertisement

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করছেন বিরাট ক্লান্ত। প্রচুর পরিশ্রম হয়েছে তাঁর। কিছু দিন বিশ্রাম নেওয়া উচিত। বাঙ্গারের মত আলাদা। তিনি বলেন, “বিরাট যা করছে, তা ওর নিয়ন্ত্রণেই রয়েছে। অনুশীলন করছে, বিশ্রাম নিচ্ছে। নিজের উপর কোনও চাপ তৈরি হতে দিচ্ছে না। ঠিক সময় মতো বিশ্রাম নিচ্ছে ও। এগিয়ে যাওয়ার জন্য সেটা প্রয়োজন।”

ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকায় তাঁর ৮০ রানের ইনিংসেরও প্রশংসা করেন বাঙ্গার। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকা সফরের দিকে যদি চোখ রাখা যায়, তা হলে দেখা যাবে একটা টেস্টে ৮০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল বিরাট।”

Advertisement

শনিবার বিরাট যেমন রান করতে পারেননি, তেমনই বেঙ্গালুরু দলের কোনও ব্যাটারই সে ভাবে রান পাননি। মাত্র ৬৮ রানে শেষ হয়ে যায় ফ্যাফ ডুপ্লেসির দল। সহজেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। গত আড়াই বছর ধরে কোনও ধরনের ক্রিকেটে শতরান না পাওয়া বিরাটের আউটের ধরন পাল্টায়নি। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়েই আউট হলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement