IPL 2022

IPL 2022: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে চেন্নাই-রাজস্থান ম্যাচের সেরা রবিচন্দ্রন অশ্বিন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২২ ২৩:২৪
Share:

—ফাইল চিত্র

ব্যাটে, বলে চেন্নাই সুপার কিংসের শেষটাও সুখের হতে দিলেন না রবিচন্দ্রন অশ্বিন। মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে ম্যাচটা নিয়ে চলে গেলেন তিনিই।ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে ম্যাচের সেরা অশ্বিন।

বল হাতে তিনি চার ওভারে ২৮ রান দিয়ে নেন একটি উইকেট। ডেভন কনওয়ের মতো ধ্বংসাত্মক ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন। অশ্বিনের বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হন তিনি। এর পর ব্যাট হাতেও দাপট দেখান অশ্বিন। রাজস্থানের প্রথম দিকের ব্যাটাররা ফিরে গেলেও অশ্বিন হাল ছাড়েননি। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত অশ্বিন। শেষ পর্যন্ত টিকে থেকে রান তোলার চেষ্টা চালিয়ে যান তিনি। শেষ ওভারে রাজস্থানকে ম্যাচ জেতান তিনিই।

Advertisement

এই জয়ের ফলে ইডেনে রাজস্থানের খেলা নিশ্চিত হয়ে গেল। প্লে-অফের টিকিট পেয়ে গেল রাজস্থান। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল তারা। গুজরাতের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলবেন অশ্বিনরা। ২৪ মে হবে সেই ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement