স্যাম কনস্টাস। মেলবোর্নে অভিষেক হতে চলেছে তাঁর। —ফাইল চিত্র।
বিপক্ষে রয়েছেন যশপ্রীত বুমরা। চলতি সিরিজ়ে সর্বাধিক উইকেটের মালিক। টেস্ট ক্রমতালিকায় বিশ্বের সেরা বোলারের সামনে খেলতে হবে স্যাম কনস্টাসকে। মেলবোর্নে অভিষেক হতে চলেছে ১৯ বছরের তরুণের। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামার আগে তাঁকে পরামর্শ দিলেন প্যাট কামিন্স। কী বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক?
কনস্টাসকে চাপ না-নেওয়ার পরামর্শ দিয়েছেন কামিন্স। উপভোগ করতে বলেছেন। কামিন্স বলেন, “আমি আগের দিন কনস্টাসকে বলছিলাম, তোমার মতো বয়সে আমি অনেক বেশি চাপে থাকতাম। অনেক বেশি ভাবতাম। সেটা কোরো না। তোমার প্রতিভা আছে বলেই সুযোগ দেওয়া হয়েছে। তাই এই মুহূর্ত উপভোগ কোরো।”
ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান করেছিলেন কনস্টাস। ভয়ডরহীন ক্রিকেট খেলেছিলেন তিনি। সেই ম্যাচে বুমরা না-থাকলেও মহম্মদ সিরাজ, আকাশ দীপেরা ছিলেন। তাঁদের বিরুদ্ধে হাত খুলে খেলেছিলেন কনস্টাস। তাঁকে সেই ভাবে খেলারই পরামর্শ দিয়েছেন কামিন্স। অধিনায়ক বলেন, “আমি ওকে বলেছি, মনে করবে বাড়ির উঠোনে খেলতে নেমেছ। ছোটবেলায় বাড়ির উঠোনে যে ভাবে খেলতে সে ভাবেই মেলবোর্নে খেলবে। অতিরিক্ত কিছু ভাববে না। আমি জানি, এই বয়সে খেলতে নামায় একটা আলাদা উত্তেজনা কাজ করে। কিন্তু মনকে শান্ত রাখবে। তা হলেই রান করতে পারবে।”
ভারতের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে ওপেন করেছিলেন নেথান ম্যাকসুইনি। কিন্তু একটি ইনিংসেও রান পাননি তিনি। অপর ওপেনার উসমান খোয়াজাও ব্যর্থ। কিন্তু খোয়াজার অভিজ্ঞতা রয়েছে। সেই কারণে আরও একটি সুযোগ তিনি পাবেন। ম্যাকসুইনিকে আর সুযোগ দেয়নি ম্যানেজমেন্ট। বাকি দু’টি টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনি। এখন দেখার, বুমরার উপদেশ মাথায় রেখে মেলবোর্নে কনস্টাস কেমন খেলেন।