ইডেনে রশিদ খান। ছবি: আইপিএল
ইডেনে মঙ্গলবার রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে এ বারের আইপিএলের ফাইনালে চলে গেল গুজরাত টাইটান্স। রশিদ খানের দুর্দান্ত বোলিং ছাড়া গুজরাত এই ম্যাচ জিততে পারত না। তাঁকেই এই ম্যাচের সেরা বাছল আনন্দবাজার অনলাইন।
মঙ্গলবার একটিও উইকেট না পেলেও চার ওভার বল করে মাত্র ১৫ রান দেন এই লেগস্পিনার। ওভারপিছু মাত্র ৩.৭৫ করে রান দেন আফগানিস্তানের এই বোলার। রশিদ যখন বল করতে আসেন তখন রাজস্থানের রান ৬ ওভারে ১ উইকেটে ৫৫। তার আগের তিনটি ওভারে রান হয়েছে ১০, ১৪, ১৩। রশিদ প্রথম ওভারে ৬ রান দেন। তাঁর দ্বিতীয় ওভারে ওঠে মাত্র ২ রান। ফর্মে থাকা জস বাটলারকে সেই ওভারে ব্যাটই চালাতে রশিদ। পরের ওভারে চার রান দেন তিনি।
প্রথম স্পেলে তিন ওভার করানোর পরে রশিদের একটি ওভার রেখে দেন হার্দিক পাণ্ড্য। ফের তাঁকে আনা হয় ১৬তম ওভারে। সেই ওভারে মাত্র তিন রান দেন।