Rajat Patidar

IPL 2022: কোহলীদের দলে সুযোগ পেয়ে বিয়ে পিছিয়ে দিয়েছেন শুরুতে অবিক্রিত পাটীদার

আইপিএলে অবিক্রিত থাকায় এই মাসেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন তিনি। কিন্তু মাঝপথে দল পাওয়ায় পরিকল্পনা পিছিয়ে দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৭:৩৬
Share:

বিয়ে পিছিয়ে কোহলীর দলে পাটীদার ছবি আইপিএল

বুধবার ইডেন গার্ডেন্সে এলিমিনেটরে শতরান করে বেঙ্গালুরুকে জিতিয়ে নায়ক হয়ে গিয়েছেন রজত পাটীদার। আইপিএলের প্লে-অফে অন্যতম সেরা ইনিংস দেখলেন ক্রিকেটপ্রেমীরা। ৫৪ বলে ১১২ রানে অপরাজিত ছিলেন পাটীদার। তাঁর ভয়ডরহীন ব্যাটিং মন কেড়ে নিয়েছে অনেকেরই। এ বার তাঁর সম্পর্কে সামনে এল অজানা তথ্য।

এ বারের নিলামে কেউ কেনেনি পাটীদারকে। মরসুমের মাঝপথে তিনি যোগ দিয়েছিলেন বেঙ্গালুরুতে। তাতেও প্রথম দিকের ম্যাচগুলিতে সুযোগ পাননি। পরের দিকে সুযোগ পেয়েই নিজের জাত চেনান। জানা গিয়েছে, আইপিএলের নিলামে অবিক্রিত থাকার পরে পাটীদার ঠিক করেছিলেন, মে মাসে বিয়ে করবেন। কিন্তু মাঝপথে তাঁকে বেঙ্গালুরু ডেকে নেওয়ায় বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হন।

Advertisement

এক সংবাদপত্রে তাঁর বাবা মনোহর পাটীদার বলেছেন, “সব ঠিকঠাক থাকলে গত ৯ মে ওর বিয়ে হওয়ার কথা ছিল। ছোট একটা অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল আমাদের। ইনদওরে একটা হোটেলও বুক করেছিলাম। খুব বড় কোনও অনুষ্ঠান হবে না বলে নিমন্ত্রণ কার্ডও ছাপানো হয়নি। খুব সীমিত সংখ্যক মানুষের জন্যে হোটেলে বুকিং ছিল।”

মনোহর জানিয়েছেন, আপাতত তাঁরা জুলাইয়ে অনুষ্ঠান করবেন বলে ঠিক করেছেন। আইপিএল শেষ হলেই মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি খেলতে ব্যস্ত হয়ে পড়বেন পাটীদার। সেই দায়িত্ব শেষ হলেও বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement